IQNA

জর্ডান: দায়েশের হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে গির্জা

20:29 - June 29, 2020
সংবাদ: 2611049
তেহরান (ইকনা): জর্ডানের কর্মকর্তারা ঘোষণা করেছেন, এ বছরের শুরুর দিকে আমন শহরের একটি গির্জা এবং একটি বাণিজ্যিক কেন্দ্রে হামলা চালানোর জন্য পরিকল্পনা করেছিল। কিন্তু সন্ত্রাসীদের এই হামলার পরিকল্পনা নস্যাৎ করে দেওয়া হয়েছিল।

জর্ডানের গণমাধ্যম জানিয়েছে যে, দায়েশের চার সন্ত্রাসী আমান শহরে চার্চ এবং একটি বাণিজ্যিক কেন্দ্রে সশস্ত্র হামলা চালানোর চেষ্টা করেছিলো। এই চার সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়েছে।

এই চারজন সশস্ত্র সন্ত্রাসী দলে যোগ দিতে জর্ডান সীমান্ত অতিক্রম করতে চেয়েছিল। কিন্তু সীমান্তে সুরক্ষা ব্যবস্থা কঠোর করা হওয়ায় তারা ব্যর্থ হয়েছে। ব্যর্থ হওয়ার পর বিদেশী সন্ত্রাসীরা এই চারজনকে দেশের অভ্যন্তরে সন্ত্রাসী অভিযান চালানোর জন্য উৎসাহিত করে। সন্ত্রাসীদের এই উৎসাহে উৎসাহিত হয়ে এই চার জন্য আমান শহরের আল আশরাফিয়া অঞ্চলে একটি গির্জা ও একটি বাণিজ্যিক সেন্টারে হামলা চালানোর পরিকল্পনা করেছিলো।

জর্ডানের জাতীয় সুরক্ষা আদালত এই চারজনকে সন্ত্রাসী কাজ করার ষড়যন্ত্রে এবং সশস্ত্র ও সন্ত্রাসী জনগোষ্ঠীর সাথে যোগ দেওয়ার চেষ্টা করার অভিযোগে অভিযুক্ত করেছে এবং তিনজনের বিরুদ্ধে জনগণের মধ্যে সন্ত্রাসী ধারণার প্রচারের অভিযোগ আনা হয়েছে। iqna

captcha