IQNA

কুয়েত ছাড়তে হবে ৮ লাখ ভারতীয়কে

20:05 - July 06, 2020
সংবাদ: 2611090
তেহরান (ইকনা): প্রস্তাবিত প্রবাসী বিল পাস হলে কুয়েত ছাড়তে হবে ৮ লাখ ভারতীয় নাগরিকের।

এ বিলে বলা হয়েছে, দেশটির জনসংখ্যার ১৫ শতাংশের বেশি কোনো দেশের নাগরিক দেশটিতে প্রবাসী হিসেবে কর্মরত থাকতে পারবেন না।

বিলটি কুয়েতের সংসদে পাশ হওয়ার অপেক্ষায়। এবং তা পাস হলে অন্তত ৮ লাখ ভারতীয়কে ছাড়তে হবে দেশটি। খবর কুয়েত টাইমসের।

কুয়েতে ভারতীয় নাগরিক রয়েছে ১০ লাখ ৪৫ হাজার। কুয়েত সংসদের আইন ও আইনসভা কমিটি বলছে উত্থাপিত বিলটির খসড়া সাংবিধানিক। এখন বিলটি নিয়ে একটি বিস্তৃত পরিকল্পনা করতে তা পাঠানো হচ্ছে সংশ্লিষ্ট কমিটিতে।

সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, কুয়েতসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে বহু ভারতীয় নাগরিক কর্মরত রয়েছেন।

কোভিড পরিস্থিতি ছাড়াও প্রবাসীদের বিভিন্ন ফি ও বিল বৃদ্ধিতে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি পাওয়ায় ভারতীয়দের মত অন্যান্য দেশের নাগরিকও নিজদেশে ফিরতে বাধ্য হচ্ছেন।
সূত্র:jugantor

captcha