IQNA

দায়েশের হাতে করা ইরাকের রাজনৈতিক ভাষ্যকার নিহত

18:28 - July 07, 2020
সংবাদ: 2611096
তেহরান (ইকনা): ইরাকের প্রখ্যাত নিরাপত্তা ও রাজনৈতিক ভাষ্যকার হিশাম আল-হাশেমি রাজধানী বাগদাদে নিজ বাসভবনের সামনে বন্দুকের গুলিতে নিহত হয়েছেন। গতকাল (সোমবার) একটি টেলিভিশন চ্যানেলের টক-শো’তে অংশগ্রহণ শেষে নিজ বাসভবনে ফিরে যাওয়ার সময় বাসার সামনে তার ওপর গুলি চালানো হয়।

তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ তথা আইএস প্রখ্যাত বিশ্লেষক হিশাম আল-হাশেমির হত্যার দায় স্বীকার করেছে।


হাশেমি ইরাকের সাবেক প্রধানমন্ত্রী হায়দার আল-এবাদির উপদেষ্টা ছিলেন এবং তিনি উগ্র জঙ্গি গোষ্ঠী দায়েশসহ ইরাকের সন্ত্রাসবিরোধী যুদ্ধ সম্পর্কে বিশ্লেষণধর্মী প্রবন্ধ-নিবন্ধ ও বই লিখেছেন।


সোমবার সন্ধ্যায় ইরাকি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সায়িদ মু’য়ন এই প্রখ্যাত বিশ্লেষকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। এসময় তিনি বলেন: হিশাম’কে গুলি করে হত্যা করা হয়েছে।

 

একটি নিরাপত্তা সূত্র জানিয়েছে, রাজধানী বাগদাদের জিভানা এলাকায় হিশাম আল-হাশেমির নিজ বাসভবনের সামনে বন্ধুকধারি সন্ত্রাসীরা তাকে গুলি করে। সন্ত্রাসীরা দুটি মোটরসাইকেলে করে আসে এবং তার মাথা ও বুকে গুলি করে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

 

আল হাশমি মোটরসাইকেলের দুটি গ্রুপের বন্দুকধারীরা জিভানার তাদের বাড়ির সামনে মাথা ও বুকে গুলিবিদ্ধ হয়েছিল।

 

এঘটনার পর তাকে আহত অবস্থায় দ্রুত ইবনে নাফিস হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু গুরুতর আহত হওয়ার কারণে হাসপাতালেই তার মৃত্যু হয়।

 

৪৭ বছর বয়সী হিশাম আল-হাশেমি উগ্রবাদী ও সশস্ত্র জনসংখ্যা সম্পর্কিত সুরক্ষা বিষয়ক বিশেষজ্ঞ ছিলেন এবং তিনি এ বিষয়ে অনেক গবেষণা করেছেন। iqna

 

captcha