IQNA

ফিলিস্তিন ও আরব দেশসমূহে ঈদুল-আযহার দিন ঘোষণা

20:29 - July 09, 2020
সংবাদ: 2611107
তেহরান ইকনা: ফিলিস্তিনের অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটি পবিত্র ঈদুল আযহার দিন ঘোষণা করেছে।

বিশ্বের বিভিন্ন আরব ও ইসলামি দেশে ঈদুল আযহা তথা কুরবানি ঈদের দিন ঘোষণা করেছে ফিলিস্তিনের অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটি।

এই সোসাইটি ঘোষণা করেছে: জ্যোতির্বিদ্যার গণনা অনুসারে, বুধবার, ২২শে জুলাই জ্বিলহজ মাসের প্রথম দিন হবে এবং ৩০শে জুলাই আরাফার দিন হবে এবং ৩১ জুলাই শুক্রবার ঈদুল-আযহার দিন হবে।

জেরুজালেমে অবস্থিত ফিলিস্তিনের অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটি আরও ঘোষণা করেছে: সোমবার ২১শে জুন সূর্যাস্ত হওয়ার পর বিশ্বের সকল দেশ থেকে জ্বিলহজ মাসের চাঁদ দেখা যাবে। টেলিস্কোপের মাধ্যমে এই চাঁদ দেখা যাবে। এমতাবস্থায় ২২শে জুলাই বুধবার জ্বিলহজ মাসের সূচনা হচ্ছে এবং শুক্রবার ৩‌১শে জুলাই ঈদুল-আযহার দিন হবে। iqna

 

captcha