IQNA

বিশ্বের উত্তরতম মসজিদ + ছবি

17:15 - July 20, 2020
সংবাদ: 2611173
তেহরান (ইকনা): রাশিয়ার উত্তরাঞ্চলীয় নরিলস্ক শহরের উত্তরে নর্ড কামাল মসজিদ অবস্থিত। এই মসজিদটি বিশ্বের উত্তর প্রান্তে অবস্থিত একমাত্র মসজিদ। বিশ্বের সর্বাধিক উত্তর প্রান্তে অবস্থিত হওয়ার কারণে এই মসজিদটি গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে তালিকাভুক্ত করা হয়েছে।

রাশিয়ার উত্তরাঞ্চলীয় নরিলস্ক শহরে অবস্থিত এই মসজিদটির বিশেষ বৈশিষ্ট্যের কারণে বেশ প্রসিদ্ধ হয়ে উঠেছে। নর্ড কামাল নামক এই মসজিদটির নির্মাণ কাজ ১৯৯৩ সালে শুরু করা হয় এবং ১৯৯৮ সালে এর নির্মাণ কাজ শেষ হয়।

এই মসজিদের স্থাপত্যটি তুর্কি শৈলীতে অর্থাৎ একটি মিনার এবং কেন্দ্রীয় গম্বুজের সমন্বয়ে নির্মাণ করা হয়েছে। বিভিন্ন অনুষ্ঠানে খ্রিস্টান ও ইহুদি ধর্মের অনুসারিরা ছাড়াও অন্যান্য ধর্মের অনুসারিরা এই মসজিদে উপস্থিত হন। iqna

 

مسجدی که در کتاب رکوردهای گینس ثبت شد

রাশিয়ার উত্তরাঞ্চলীয় নরিলস্ক শহরের অবস্থান

مسجدی که در کتاب رکوردهای گینس ثبت شد

 

مسجدی که در کتاب رکوردهای گینس ثبت شد

 

مسجدی که در کتاب رکوردهای گینس ثبت شد

 

مسجدی که در کتاب رکوردهای گینس ثبت شد

 

مسجدی که در کتاب رکوردهای گینس ثبت شد

 

مسجدی که در کتاب رکوردهای گینس ثبت شد

 

captcha