IQNA

ভিডিও | মিশরের প্রসিদ্ধ ক্বারির সুললিত কণ্ঠে সূরা কুরাইশ

21:12 - August 10, 2020
সংবাদ: 2611293
তেহরান (ইকনা): মিশরের তরুণ ক্বারি মাহমুদ শাহাত মুহাম্মাদ আনোয়ার পৃথক দুটি মাহফিলে সূরা কুরাইশ তিলাওয়াত করেছেন যা সত্যিই শ্রবণযোগ্য।

মিশরের এ তরুণ ক্বারি বিশ্বের বিভিন্ন দেশে অনুষ্ঠিত কুরআন মাহফিলে অংশগ্রহণ করেছেন এবং উপস্থিত দর্শনার্থীদের হৃদয়ে বিশেষ স্থান দখল করেছেন।

মাহমুদ শাহাত মিশরের ডাকাহলিয়া প্রদেশের মাইত গামার শহরের অদূরে কাফর আল-উজির গ্রামে ১৯৮৮ সালের ১০ই সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন। তিনি ১২ বছর বয়সে তার পিতা শাইখ শাহাত আনোয়ারের নিকটে কুরআন হেফজ করেন।

বর্তমানে মাহমুদ শাহাতের বয়স ৩৬। এপর্যন্ত তিনি কুরআন তিলাওয়াতের জন্য কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, কাতার, ইরাক, বাহরাইন, ইরান, পাকিস্তান, সিরিয়া, ইন্দোনেশিয়া, ফ্রান্স, বেলজিয়াম, মার্কিন যুক্তরাষ্ট্র, দক্ষিণ আফ্রিকা, তুরস্ক, গ্রিস, আলজেরিয়া এবং মালদ্বীপ সহ অনেক দেশে ভ্রমণ করেছেন।

পৃথক দুটি মাহফিলে মাহমুদ শাহাত মুহাম্মাদ আনোয়ারের সূরা কুরাইশ তিলাওয়াতের ভিডিওটি কুরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র দর্শনার্থীদের জন্য প্রচার করা হলো।  iqna

captcha