IQNA

গাজা উপত্যকায় হামলার মূল্য ইসরাইলকে দিতেই হবে: হামাস

2:31 - August 23, 2020
সংবাদ: 2611362
তেহরান (ইকনা): ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, অবরুদ্ধ গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরাইল যে হামলা চালাচ্ছে তার মূল্য অবশ্যই তাদেরকে পরিশোধ করতে হবে।

গত কয়েক সপ্তাহ ধরে ইহুদিবাদী ইসরাইল গাজার উপর স্থল এবং আকাশপথে লাগাতার হামলা চালানোর পর হামাস এই হুঁশিয়ারি দিল।

গতকাল (শুক্রবার) এক বিবৃতিতে সংগঠনটি বলেছে, “তেলআবিব যেভাবে অবরুদ্ধ গাজার ওপর হামলা চালাচ্ছে এবং অবরোধ আরোপের মাধ্যমে এখানকার জনগণের জীবন দুর্বিষহ করে তুলেছে; পাশাপাশি হামাসের স্থাপনাগুলোতে হামলা চালাচ্ছে তার দায়ভার তাদেরকে বহন করতে হবে এবং এর মূল্য দিতে হবে।”

গত কয়েক সপ্তাহ ধরে ইহুদিবাদী সেনারা গাজার ওপর জঙ্গিবিমান ও কামানের সাহায্যে দফায় দাফায় হামলা চালিয়ে অবরুদ্ধ এ উপত্যকার জনজীবন বিপর্যস্ত করে তুলেছে। ইসরাইল বারবার একই দাবি করছে যে, গাজা থেকে আগুনে বেলুন হামলার জবাবে ইসরাইলি সেনারা বিমান ও কামান হামলা চালাচ্ছে। এ অবস্থায় হামাস বলেছে, তারা ইসরাইলের বিরুদ্ধে পাল্টা প্রতিশোধ শুরু করতে মোটেও দ্বিধা করবে না।

সূত্র: পার্সটুডে

captcha