IQNA

উগান্ডায় জামাতের নামাজের নিষেধাজ্ঞার অপসারণের সম্ভাবনা

22:58 - September 27, 2020
সংবাদ: 2611546
তেহরান (ইকনা): উগান্ডার শীর্ষ মুসলিম আলেম ও গ্র্যান্ড মুফতি করোনার প্রসারের কারণে সেদেশের মসজিদগুলিতে জামাত নামাজে নিষেধাজ্ঞার বিষয়ে সরকারকে বিবেচনা করার আহ্বান জানিয়েছে।

উগান্ডার মুফতি শাইখ শায়বান রাজাদান মাবাজী সেদেশের রাজধানী কাম্পালায় অনুষ্ঠিত জুমার খুতবায় বলেন: যদি ইবাদতের স্থানসমূহে স্বাস্থ্য প্রোটোকলগুলিকে অনুসরণ করা হয় তাহলে সরকার ধর্মীয় সম্প্রদায়ের উপর বিধিনিষেধ হ্রাস করতে পারে।

তিনি করোনা ভাইরাসের প্রাদুর্ভাব হ্রাসের জন্য মুসলিমদের সরকারী নির্দেশিকাগুলি অনুসরণ করার আহ্বান জানিয়ে বলেন: উগান্ডার গ্র্যান্ড মুফতি সোলাইমানী নদিরাঙ্গওয়া সরকারকে জামাতের নামাজের নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়ে বিবেচনা করার আহ্বান জানিয়েছেন।

প্রায় ছয় মাস ধরে উগান্ডায় করোনার বিস্তার রোধের জন্য জামাতের নামাজ ও ধর্মীয় সমাবেশ নিষিদ্ধ করা হয়েছে।

করোনা বিস্তার রোধে সেদেশে ধর্মীয় উপাসনার উপর নিষেধাজ্ঞার আরোপ করা হয়। তবে কিছু ধর্মীয় সমাবেশ যেমন শুক্রবারে সীমিত সংখ্যক মুসল্লিদের নিয়ে জুমার নামাজ অনুষ্ঠিত হতো।

উগান্ডায় এ পর্যন্ত করোনা ভাইরাসে ৭ হাজারের বেশি আক্রান্ত হয়েছে হয়েছে এবং ৭১ জনের মৃত্যু হয়েছে। iqna

captcha