IQNA

ভারতে পবিত্র কুরআনের দীর্ঘতম পাণ্ডুলিপির প্রদর্শন

20:20 - September 28, 2020
সংবাদ: 2611551
তেহরান (ইকনা): ভারতে কাপড়ের উপর লেখা পবিত্র কুরআনের দীর্ঘতম পাণ্ডুলিপিটি প্রদর্শন করা হয়েছে। এই পাণ্ডুলিপির দৈর্ঘ্য ৩.১ কিলোমিটার।

নাওশাদ নামে এক দর্জি তার চার সন্তানের সহায়তায় কাপড়ে উপর সম্পূর্ণ কুরআন লিখেছেন। ৩.১ কিলোমিটার দৈর্ঘ্য সম্পন্ন পবিত্র কুরআনের এই পাণ্ডুলিপিটি বিশ্বের দীর্ঘতম কুরআনের পাণ্ডুলিপি হিসাবে বিবেচনা করা হচ্ছে।

ইররুফা গ্রামে বসবাসকারী ভারতীয় দর্জি পুত্র "কাজার্শা" বলেন: আমার বাবার ইচ্ছা ছিলো কাপড়ের উপর কুরআনের একটি পাণ্ডুলিপি লিখবেন।

নিউ ইন্ডিয়ান এক্সপ্রেস ওয়েবসাইট একটি প্রতিবেদনে লিখেছিল যে, এই দর্জি বেশ কয়েক বছর যাবত কাপড়ের উপর কুরআন লেখার স্বপ্ন দেখছিলেন, কিন্তু সময়ের অভাব তাকে তা করতে পারেনি। তবে কোভিড রোগের প্রাদুর্ভাবের কারণে কোয়ারেন্টাইনের সম্মুখীন হওয়ার ফলে কাপড়ের উপর পবিত্র কুরআন লিখতে শুরু করেন তিনি।

ভারতের এই দর্জি বলেন: আমরা কাপড়ের উপর পবিত্র কুরআনের আয়াতগুলি লিখেছি। এটি চিহ্নিত করার জন্য ১০টি সবুজ কলম এবং ৪০টি সংমিশ্রণ বোতল ব্যবহার করা হয়েছে। এটি লিখতে ২০ হাজার রুপি ব্যয় হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে: নওশাদের চার সন্তানই পবিত্র কুরআন ও আরবি নিয়ে পড়াশোনা করেছেন এবং বর্তমানে তারা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকতা করছেন।

এই দর্জির অপর এক ছেলের নামা “শাফী”। তিনি বলেন: কাপড়ের রোলের উপর লিখিত এই পাণ্ডুলিপিটি ঘুরিয়ে অতি সহজেই প্রথম থেকে ত্রিশ পারা পর্যন্ত তিলাওয়াত করা সম্ভব এবং এটিকে একটি বড় বাক্সে সংরক্ষণ করা হয়েছে।

তিনি বলেন: আমরা যতদূর জানি, কুরআনের এই পাণ্ডুলিপিটি বিশ্বের দীর্ঘতম পাণ্ডুলিপি হিসাবে বিবেচনা করা হচ্ছে। iqna

captcha