IQNA

আরবাইনে জায়েরদের সেবা করার কাহিনী

21:49 - September 30, 2020
সংবাদ: 2611562
তেহরান (ইকনা): আহলে বায়েত (আ.)এর অসংখ্য ভক্তদের মধ্যে উম্মে জাবের একজন। নবী (সা.)এর দৌহিত্র ইমাম হুসাইন (আ.)এর আরবাইনের (চল্লিশা) পদযাত্রায় অংশগ্রহণকারী জিয়ারতকারীদের সেবা প্রদানের জন্য তিনি প্রতিমাসে কিছু অর্থ সংরক্ষণ করেন।

এই অর্থ দিয়ে তিনি সফর মাসে ইমাম হুসাইন (আ.)এর পবিত্র মাযার জিয়ারতকারীদের সেবা প্রদানের জন্য মৌকেব (জিয়ারতকারীদের সেবা দান ও আপ্যায়নের স্থান) এবং প্রয়োজনীয় সরঞ্জাম সরবরাহ করেন।

দশ বছর আগে থেকে এপর্যন্ত উম্মে জাবের জায়েরদের সেবা করার ইচ্ছায় প্রতিদিন অথবা প্রতিমাসে কিছু অর্থ সংরক্ষণ করেন।

যদিও তার জীবনযাত্রার মান ততটা সচ্ছল নয়, তবে জায়েরদের সেবা প্রদানের মাধ্যমে তিনি অনেক বরকতের সামিল হয়েছেন।

জায়েরদের সেবা প্রদানের জন্য তিনি প্রতি বছর তার সঞ্চয় দিয়ে তাঁবু, রান্নার পাত্র, এয়ার কন্ডিশনার, কার্পেট ইত্যাদি ক্রয় করেন।

ইমাম হুসাইন (আ.)এর আরবাইনের পদযাত্রীদের সেবা প্রদানের জন্য ইরাকের দক্ষিণাঞ্চলীয় জ্বি-ক্বার প্রদেশের চাবায়েশ শহরে উম্মে জাবের এ বছরেও মৌকেব স্থাপন করেছেন। iqna

আরবাইনে জায়েরদের সেবা করার কাহিনী

captcha