IQNA

মসজিদের অবমাননা করল জার্মানের পুলিশ

20:34 - October 22, 2020
সংবাদ: 2611680
তেহরান (ইকনা): জার্মানের বেশ কয়েকজন পুলিশ সদস্য সেদেশের বার্লিন শহরের একটি মসজিদে জুতা পরে প্রবেশ করে এই পবিত্র স্থানের অবমাননা করেছে।

বুধবার বার্লিন অ্যাটর্নি জেনারেল অফিস এক বিবৃতিতে বলেছে: করোনায় ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের জন্য অবৈধভাবে সরকারী অনুদান সংগ্রহের তদন্তের অংশ হিসাবে জার্মান পুলিশ পাঁচটি মসজিদে অভিযান চালিয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে: এ ব্যাপারে তদন্ত করতে ১৫০ জন পুলিশ বার্লিনের “মাওলান” মসজিদে তল্লাশি অভিযান চালায়।

এই অভিযান ফজরের নামাজের সময় চালানো হয় এবং এসময় পুলিশ বাহিনী জুতো পরে মসজিদে প্রবেশ করে। জুতো নিয়ে মসজিদে প্রবেশ করলে উপস্থিত মুসল্লিরা এবং মসজিদের পরিচালক প্রতিবাদ জানায়।

এ বিষয়ে মাওলানা মসজিদ কমিটির প্রধান "ইদ্রিস কাহরেমান" বলেন: মসজিদ তল্লাশির আগে পুলিশ তার বাড়ি তল্লাশি করেছে।

পুলিশ কর্তৃক এধরণে অবমাননাকর আচরণের পরে, জার্মানের মুসলমানরা আক্ষেপ প্রকাশ করেছে। iqna

captcha