IQNA

আল-আকসা মসজিদে জুমার নামাজে ২০ হাজার মুসল্লির অংশগ্রহণ

20:00 - October 23, 2020
সংবাদ: 2611685
তেহরান (ইকনা): করোনার কারণে এক মাস মসজিদ বন্ধ থাকার পরে আল-আকসা মসজিদে আজ পুনরায় জুমার নামাজ অনুষ্ঠিত হয়েছে। আজকে একসাথে ২০ হাজার মুসল্লি এই মসজিদে জুমার নামাজ আদায় করেছেন।

করোনার কারণে টানা এক মাস বন্ধ থাকার পর আল-আকসা মসজিদটি পুনরায় খুলে দেওয়া হয়েছে। এজন্য হাজার হাজার মুসল্লি জুমার নামাজ আদায়ের জন্য এই মসজিদে ছুটে গিয়েছেন।

এদিকে, চরমপন্থি ইহুদিবাদী ইসরাইলের সামরিক বাহিনী জেরুজালেমের বিভিন্ন স্থানে বিশেষ করে এই শহরের পুরাতন অংশ এবং আল-আকসা মসজিদের আশেপাশে বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে এবং অনেক মুসল্লিদের মসজিদে প্রবেশে বাধা দিয়েছে।

আজ জুমার খুতবায় আল-আকসা মসজিদের খতিব শেখ ইউসুফ আবু সুনাইনাহ ফিলিস্তিনি জনগণের ঐক্যের প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছিলেন এবং নিপীড়িত ও ফিলিস্তিনি বন্দীদের সমর্থন চেয়েছেন। iqna

 

captcha