IQNA

ইরানের সামরিক প্রধান;

সকল হুমকির জবাব দিতে প্রস্তুত রয়েছি

20:10 - October 26, 2020
সংবাদ: 2611701
তেহরান (ইকনা): ইসলামি প্রজাতন্ত্র ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান মেজর জেনারেল মোহাম্মদ বাকেরি বলেছেন, আমেরিকা ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করলে সেই যুদ্ধের নিয়ন্ত্রণ তাদের হাতে থাকবে না। যুদ্ধের সমাপ্তি কখন-কীভাবে ঘটবে তা নিয়ন্ত্রণ করবে ইরানিরা। একারণে মার্কিনীরা এখন পরোক্ষ যুদ্ধের পথ বেছে নিয়েছে।

তিনি আজ (সোমবার) তেহরানে সামরিক বাহিনীর এক অনুষ্ঠানে এসব কথা বলেন। জেনারেল বাকেরি আরও বলেন, ইরানের সশস্ত্র বাহিনীর প্রতিরক্ষা সক্ষমতা এবং প্রস্তুতি এখন সর্বোত্তম পর্যায়ে রয়েছে। পার্সটুডে

তিনি বলেন, প্রতিপক্ষ দুর্বল হলে শত্রুরা আগ্রাসন চালাতে দ্বিধা করে না, এর আগে এটা প্রমাণিত হয়েছে। ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান মেজর জেনারেল বাকেরি বলেন, ইরান বিশ্বের সবচেয়ে স্পর্শকাতর অঞ্চলে শত্রুর বিরুদ্ধে বিজয় অর্জন করতে সক্ষম হয়েছে। এই স্পর্শকাতর অঞ্চলে বিজয়ের অর্থ হলো আন্তর্জাতিক অঙ্গনে শক্তিশালী অবস্থানে পৌঁছে যাওয়া।

ইরানের সঙ্গে স্বাক্ষরিত পরমাণু চুক্তি থেকে আমেরিকার সরে যাওয়া এবং ইরানি জনগণের বিরুদ্ধে আমেরিকার অন্যায় নিষেধাজ্ঞা প্রসঙ্গে তিনি বলেন, গোটা বিশ্বের মানুষ এটা জানে আমেরিকা প্রতিশ্রুতি ভেঙে নিজেই এই চুক্তি থেকে সরে গেছে কিন্তু ইরান শেষ পর্যন্ত প্রতিশ্রুতিতে অটল রয়েছে।

তিনি বলেন, শত্রুদের লক্ষ্য-উদ্দেশ্য পুরোপুরি স্পষ্ট। শত্রুরা চায় ইরান তাদের নীতি-কৌশল পুঙ্খানুপুঙ্খভাবে মেনে চলুক। কিন্তু ইরান সে পথে যাবে না। ইরান প্রতিরোধের নীতি গ্রহণ করেছে। ইরান শত্রুর হুমকিকে স্বনির্ভরতা অর্জনের জন্য সুযোগ হিসেবে কাজে লাগাতে পেরেছে। iqna

 

captcha