IQNA

সিরিয়ার বিরুদ্ধে অর্থনৈতিক সন্ত্রাসবাদ অব্যাহত রেখেছে যুক্তরাষ্ট্র ও ইইউ

20:41 - October 28, 2020
সংবাদ: 2611709
তেহরান (ইকনা): সিরিয়ার বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) এখনো অর্থনৈতিক সন্ত্রাসবাদ অব্যাহত রেখেছে বলে জানিয়েছেন জাতিসংঘে নিযুক্ত সিরিয়ার রাষ্ট্রদূত বাশার আল-জাফারি।

মঙ্গলবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অধিবেশনে যোগ দিয়ে একথা বলেন তিনি।

বাশার আল-জাফারি বলেন, পশ্চিমা নিষেধাজ্ঞা আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ সনদের সুস্পষ্ট অবমাননা। মহামারি করোনাভাইরাসের মধ্যে সিরিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা শিথিল করার জন্য যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের প্রতি আহ্বান জানিয়েছে জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস ও জাতিসংঘ মানবাধিকার পরিষদ। এরপরেও তারা তা উপেক্ষা করে চলেছে।

বাশার আল-জাফারি আরো বলেন, যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা সিরিয়ার জনগণকে ওষুধ এবং খাদ্যের মতো জরুরি পণ্য থেকে বঞ্চিত করছে। এছাড়া মার্কিন একতরফা নিষেধাজ্ঞার কারণে সিরিয়ার পুনর্গঠনের জন্য প্রয়োজনীয় সরঞ্জামাদিও সংগ্রহ কার্যক্রম বিঘ্নিত হচ্ছে বলে জানান তিনি।
সূত্র- পার্সটুডে

captcha