IQNA

ফ্রান্সের যুবকদের উদ্দেশ্যে সর্বোচ্চ নেতার বাণী;

আপনাদের প্রেসিডেন্টকে জিজ্ঞাসা করুন: কেন তিনি আল্লাহর নবীর অপমানকে সমর্থন করেন এবং এটাকে বাকস্বাধীনতা হিসেবে বিবেচনা করেন?

0:04 - October 29, 2020
সংবাদ: 2611713
বিশ্বনবী হযরত মুহাম্মাদ -সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর অবমাননাকর ক্যারিকেচারকে সমর্থন করে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন বিশ্বের মুসলমান হৃদয়ে আঘাত হেনেছে। ফরাসি প্রেসিডেন্টের এধরণের জঘন্য পদক্ষেপের তীব্র নিন্দা জানিয়ে ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনেয়ী ফরাসি যুবকদের উদ্দেশ্য সংক্ষিপ্ত বার্তা প্রেরণ করেছেন।

ফরাসি পত্রিকা শারলি এবদো সম্প্রতি মানবতার মুক্তির দূত বিশ্বনবী (সা.)-এর অবমাননাকর কার্টুনগুলো পুনর্মুদ্রণ করেছে। ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরন সব ধরনের গণতান্ত্রিক মূল্যবোধ ও কূটনৈতিক রীতিনীতির মাথা খেয়ে ঘোষণা করেছেন, তার দেশে এ ধরনের কার্টুন প্রকাশ অব্যাহত থাকবে।

ফরাসি প্রেসিডেন্টের এই ইসলাম অবমাননাকর বক্তব্যের বিরুদ্ধে মুসলিম বিশ্ব ক্ষোভে ফেটে পড়েছে। ইরানসহ বহু মুসলিম দেশে ফরাসি পণ্য বর্জনের ডাক দেয়া হয়েছে এবং ম্যাকরনকে তার ইসলাম-বিদ্বেষী বক্তব্যের জন্য ক্ষমা চাওয়ার আহ্বান জানানো হয়েছে।

ফরাসি যুবকদের উদ্দেশ্যে লেখা সর্বোচ্চ নেতা মূল্যবান বাণীটি ইতিমধ্যে ফরাসি ভাষায় সামাজিক মিডিয়ায় প্রকাশিত হয়েছে। বাণীটি বাংলা ভাষায় তুলে ধলা হল:

বিসমিহি তায়ালা

ফরাসি যুবকগণ!

আপনাদের প্রেসিডেন্টকে জিজ্ঞাসা করুন: কেন তিনি আল্লাহর নবীর অপমানকে সমর্থন করেন এবং এটাকে বাকস্বাধীনতা হিসেবে বিবেচনা করেন? বাকস্বাধীনতার অর্থ কি এটা: উজ্জ্বল এবং পবিত্র ব্যক্তিদের অপমান করা ও অপবাদ দেওয়া? এধরণের বোকামি কি, তাকে প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত করা সেই জাতির বিবেককে অবমাননা করা নয়?

পরের প্রশ্নটি হল, হলোকাস্ট সম্পর্কে সংশয় কেন অপরাধ? এবং যদি কেউ এসম্পর্কে কিছু লেখে তাহলে তাকে কারাগারে প্রেরণ করা হয়, কিন্তু নবীকে অপমান করা বিষয়টি পূর্ণরূপে মুক্ত রয়েছে?

iqna

captcha