IQNA

“বারো চাঁদের আমলসমূহ” শীর্ষক গ্রন্থ প্রকাশ

17:16 - October 30, 2020
সংবাদ: 2611722
তেহরান (ইকনা): ইসলামী প্রজাতন্ত্র ইরানের পবিত্র নগরী কোমের বিনতুল হুদা মাহিলা মাদ্রাসার বাংলাদেশী ছাত্রীদের নিয়ে গঠিত বানাতে ফাতেমা আঞ্জুমানের পক্ষ থেকে “বারো চাঁদের আমলসমূহ” শীর্ষক গ্রন্থ প্রকাশিত হয়েছে।

ঢাকাস্থ ইরানী কালচারাল কাউন্সিলর জানিয়েছেন: “বারো চাঁদের আমলসমূহ” শীর্ষক গ্রন্থটি হুজ্জাতুল ইসলাম শেখ আলী আকবর ও তার স্ত্রী সৈয়দা রেবেকা আলী বাংলা ভাষায় অনুবাদ করেছেন এবং বানাতে ফাতেমা আঞ্জুমানের পক্ষ থেকে প্রকাশিত হয়েছে।

এই গ্রন্থে চন্দ্র মাসের নাম অনুযায়ী মোট ১২টি অধ্যায় রয়েছে। প্রতিটি অধ্যায়ে সেই মাসের দিনগুলির বিশেষ আমল বর্ণিত হয়েছে এবং প্রতিটি দোয়া আরবি ভাষায় তুলে ধরা হয়েছে। তবে দোয়া পড়ার পদ্ধতি ও দোয়ার ফজিলত এবং ছোট দোয়াসমূহ বাংলা ভাষায় অনুবাদ করা হয়েছে। iqna

 

captcha