IQNA

কায়রোর ইমাম হুসাইন (আ.) মসজিদে ঈদে মিলাদুন্নবী উদযাপন

11:05 - October 31, 2020
সংবাদ: 2611723
তেহরান (ইকনা): মিশরের রাজধানী কায়রোর ইমাম হুসাইন (আ.) মসজিদে ২৯শে অক্টোবর ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন হয়েছে। এই ধর্মীয় অনুষ্ঠানে আল-আজহারের আলেমগণ এবং সুফি সম্প্রদায়ের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

প্রতি বছর মিশরের কয়েকটি স্থানে বিশেষকরে কায়রোর “সাইয়্যেদা জয়নাব (সা. আ.), “মিসরুল ক্বাদিমা” এবং “আল-বাসিতিন” মসজিদে ঈদে মিলাদুন্নবী (সা.) অনুষ্ঠিত হয়। তবে করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে এবছর শুধুমাত্র কায়রোর “ইমাম হুসাইন (আ.) মসজিদে অনুষ্ঠিত হচ্ছে।

ইমাম হুসাইন (আ.) মসজিদে মহানবী হযরত মুহাম্মাদ (সা.)-এর পবিত্র জন্মবার্ষিকী কঠোর স্বাস্থ্য প্রোটোকল অনুসারে করে বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে অনুষ্ঠিত হয়েছে এবং সূফী সম্প্রদায়ের একাধিক প্রবীণ আলেম ও আল-আজহার বিশ্ববিদ্যালয়ের আলেমগণ এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

কায়রোর এক সূত্র জানিয়েছে: মিশরে সূফী সম্প্রদায়ের প্রবীণদের সাথে যে চুক্তি হয়েছে, সেই চুক্তি অনুসারে, করোনা বিস্তারের কারণে মিশরের সূফীগণ এই বছর “অলে আল-বায়েত (আ.) মসজিদের আশেপাশে কোনও জাশন বা সমাবেশের আয়োজন করবে না। iqna

 

captcha