IQNA

সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ:

মহানবীর (সা.) মর্যাদা রক্ষা করা মুসলমানদের সর্বোচ্চ অগ্রাধিকার

11:48 - October 31, 2020
সংবাদ: 2611724
তেহরান (ইনকা): হিজবুল্লাহর মহাসচিব বলেছেন: "মুসলমানরা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এর বিরুদ্ধে কোন অবমাননা সহ্য করে না এবং নবীজির মর্যাদা রক্ষাকে তাদের সর্বোচ্চ অগ্রাধিকার হিসাবে বিবেচনা করে।"

সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ তার বক্তব্যের শুরুতে বিশ্বজুড়ে মুসলমানদের ইসলামের নবী (সা.) ও ইমাম জাফর সাদিক (আ.)-এর পবিত্র জন্মবার্ষিকী উপলক্ষে অভিনন্দন জানিয়ে বলেন: পবিত্র কুরআন হচ্ছে মুসলমানের ঐশী গ্রন্থ হিসেবে নাযিল হয়েছে এবং এই ঐশী গ্রন্থ বিকৃতি না হাওয়া একটি বড় অলৌকিক ঘটনা যা এখনও অব্যাহত রয়েছে। এ সম্পর্কে পবিত্র কুরআনে মহান আল্লাহ সূরা হিজরের ৯ নম্বর আয়াতে বলেছেন:


« إِنَّا نَحْنُ نَزَّلْنَا الذِّكْرَ وَإِنَّا لَهُ لَحَافِظُونَ»


নিশ্চয়ই আমরা যিকর (কুরআন) অবতীর্ণ করেছি এবং নিশ্চয় আমরাই এর সংরক্ষণকারী।
এছাড়াও সূরা ইসরার ৮৮ নম্বর আয়াত মহান আল্লাহ বলেছেন:


«قُلْ لَئِنِ اجْتَمَعَتِ الْإِنْسُ وَالْجِنُّ عَلَى أَنْ يَأْتُوا بِمِثْلِ هَذَا الْقُرْآنِ لَا يَأْتُونَ بِمِثْلِهِ»


তুমি বল, ‘যদি মানুষ ও জীন এ কুরআনের সদৃশ আনয়ন করার জন্য সমবেত হয়, তবুও এর অনুরূপ আনয়ন করতে সক্ষম নয়।

লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর মহাসচিব সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ তার বক্তৃতায় হযরত মুহাম্মাদ (সা.)এর শানের প্রতি ইঙ্গিত দিয়ে বলেন: মহানবী (সাঃ) আরব উপদ্বীপে তৎকালীন সমাজে ইবাদত (মূর্তিপূজারীদের মহান আল্লাহর ইবাদতের দিকে পরিণত করা), মানবিক ও নৈতিক মূল্যবোধ এবং শৃঙ্খলা প্রতিষ্ঠিত করেছেন।

সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ মহানবী (সা.)-এর ব্যক্তিত্ব এবং তিনি যে মানবিক ও নৈতিক মূল্যবোধ নিয়ে এসেছিলেন তা বিবেচনা করে বলেন” মুসলমানেরা কোনওভাবেই তাদের নবীর অবমাননাকে সহ্য করবে না এবং মুসলমানদের সর্বোচ্চ অগ্রাধিকার হচ্ছে মহানবীর (সা.) মর্যাদা রক্ষা করা।

সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ ইসলাম অবমাননার বিষয়ে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরনের বক্তব্যের নিন্দা করে বলেছেন, ফ্রান্সের বাকস্বাধীনতা নিতান্তই দ্বিচারিতার ওপর প্রতিষ্ঠিত।

মহানবী হযরত মুহাম্মাদ (স) এর পবিত্র জন্মদিন উপলক্ষে গতকাল (শুক্রবার) দেয়া বক্তৃতায় তিনি এসকল কথা বলেন। তার বক্তৃতা টেলিভিশনের মাধ্যমে সরাসরি সম্প্রচার করা হয়।

হিজবুল্লাহর মহাসচিব আরও বলেন, ইসলামের জন্য অবমাননাকর কার্টুন প্রকাশ অব্যাহত রাখার কথা বলে ফ্রান্সের প্রেসিডেন্ট মুসলমানদের কাছে কী বার্তা দিতে চান? সমস্যার মুলে না গিয়ে ফরাসি কর্তৃপক্ষ বাকস্বাধীনতার নামে একরকমের যুদ্ধ শুরু করতে চায়।

ম্যাকরন যে ‘ইসলামি সন্ত্রাসবাদ’ শব্দ ব্যবহার করেছেন তা সম্পূর্ণভাবে নাকচ করে দিয়ে সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ বলেন, ব্যক্তির অপরাধ ধর্মের ওপর চাপিয়ে দেয়া যায় না। ফরাসি সেনারা আলজেরিয়ায় কিংবা মার্কিন সেনারা বিশ্বব্যাপী যে অপরাধযজ্ঞ চালিয়েছে তার জন্য ফরাসি সমাজ কিংবা আমেরিকার লোকজনকে দোষারোপ করা যায় না।  iqna

 

captcha