IQNA

মধ্যপ্রাচ্যে আবারও ভয়ঙ্কর বোমারু বিমান মোতায়েন করল যুক্তরাষ্ট্র

21:27 - November 22, 2020
সংবাদ: 2611853
তেহরান (ইকনা): যুক্তরাষ্ট্র সরকার মধ্যপ্রাচ্যে আবারও ভয়ঙ্কর বি-৫২ এইচ স্ট্রাটোফোরট্রেস বোমারু বিমান মোতায়েন করেছে।

মার্কিন বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে হামলার পাঁয়তারা খুঁজছেন, সম্প্রতি এমন খবর প্রকাশ হয় গণমাধ্যমে। আর এই গুঞ্জনের মাঝেই বি-৫২ এইচ স্ট্রাটোফোরট্রেস বোমারু বিমান মোতায়েনের খবর এলো।

মধ্যপ্রাচ্যে ইরান ও তার মিত্রদের সঙ্গে ট্রাম্প তার মেয়াদের শেষ সময়ে সংঘাতে জড়াতে পারেন এমন আশঙ্কা করছিলেন মধ্যপ্রাচ্য বিশ্লেষকরা।

সম্প্রতি আমেরিকার নর্থ ড্যাকোটার একটি বিমানঘাঁটি থেকে দুইটি বোমারু বিমান মধ্যপ্রাচ্যে পাঠানোর পর এসব বিমান শনিবার মধ্যপ্রাচ্যে টহল দেয়।

মার্কিন সেন্ট্রাল কমান্ড এক বিবৃতিতে দাবি করেছে, স্বল্প সময়ে এই মিশন পরিচালনা করা হয়েছে এবং এর উদ্দেশ্য হচ্ছে আগ্রাসন প্রতিরোধ ও মার্কিন মিত্রদেরকে আশ্বস্ত করা।

বিবৃতিতে আরও বলা হয়েছে, এই মিশনের মধ্যদিয়ে এ কথা প্রমাণ করা হয় যে, স্বল্পসময়ের নোটিশে মার্কিন বাহিনী বিশ্বের যেকোনো জায়গায় বিমান শক্তি মোতায়েন করার ক্ষমতা রাখে। আর এই মিশনের মাধ্যমে বিমানের ক্রুরা মধ্যপ্রাচ্যের বিভিন্ন রুট ও কমান্ড অ্যান্ড কন্ট্রোল সিস্টেমের সঙ্গে পরিচিত হয়ে উঠবেন। যাতে মার্কিন বাহিনী যে কোনো হুমকি নস্যাৎ করার সক্ষমতা অর্জন করতে পারে।
সূত্র: rtvonline

captcha