IQNA

ভারতের বিশিষ্ট আলেম কালবে সাদিকের ইন্তেকাল

20:22 - November 25, 2020
সংবাদ: 2611869
তেহরান (ইকনা): ভারতের প্রখ্যাত শিয়া আলেম এবং অল ইন্ডিয়া মুসলিম ল’বোর্ডের সহ-সভাপতি মাওলানা ড. কালবে সাদিক নাকাভি গতকাল (মঙ্গলবার) ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়াইন্নইলাহি রাজিউন।

ভারতীয় মুসলিম বোর্ডের সিনিয়র সদস্য, আলেম এবং খতিব “সাইয়্যেদ কালবে সাদিক নাকাভি” বেশ কিছুদিন অসুস্থ থাকার পর গতকাল ইন্তেকাল করেন।

তিনি ১৯৩৯ সালে ভারতের উত্তর প্রদেশের রাজধানী লক্ষনৌয় শিয়া পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা “কালবে হুসাইন” ছিলেন বিশিষ্ট আলেম এবং খতিব। “কালবে সাদেক” আলিগাড় মুসলিম বিশ্ববিদ্যালয় থেকে আরবি ভাষায় ডক্টরেট ডিগ্রি লাভ করেন।

এই শিয়া আলেম ভারতের অভাবী শিক্ষার্থীদের সহায়তার জন্য ১৯৮৪ সালে “তৌহিদ মুসলিম” সোসাইটি চালু করেন। এছাড়াও কালবে সাদেক লক্ষনৌসহ ভারতের অন্যান্য শহরে হাসপাতাল ও দাতব্য চিকিৎসা কেন্দ্র নির্মাণ সহ বেশ কয়েকটি দাতব্য কার্যক্রমে জড়িত ছিলেন।

পবিত্র মহররম মাসের শোকানুষ্ঠানে বক্তৃতা প্রদান করার জন্য তিনি বিশ্বের বিভিন্ন দেশে ভ্রমণ করেছেন। কালবে সাদিক ছিলেন ভারতবর্ষের শিয়াদের অন্যতম শীর্ষস্থানীয় ব্যক্তি এবং উপমহাদেশে ইসলামী বিপ্লবের অন্যতম গুরুত্বপূর্ণ সমর্থক।

প্রসিদ্ধ এই আলেম নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে ২৪শে নভেম্বর মঙ্গলবার বিকালে আল্লাহর ডাকে সাড়া দিয়ে ইহকাল ত্যাগ করেন। iqna

captcha