IQNA

অডিও | ১৪০ বছর পূর্বে মসজিদুল হারামের আজান

0:03 - November 26, 2020
সংবাদ: 2611873
তেহরান (ইকনা): মসজিদুল হারামের প্রাচীনতম আজানের এই অডিও ফাইলটি প্রায় ১৪০ বছর পূর্বে ধারণ করা হয়েছে। এক ডাচ প্রাচ্যবিদ এই আজানটি রেকর্ড করেছেন।

“আইয়ামু ফি মাক্কি” টুইটার অ্যাকাউন্টে মসজিদুল হারামের প্রাচীনতম রেকর্ডকৃত আজানের একটি অডিও ক্লিপ প্রকাশ হয়েছে, যা ডাচ প্রাচ্যবিদ ক্রিস্টিন হরখ্রোনি ১৮৮৫ (১৩০২ হিজরি) সালে রেকর্ড করেছেন।

আজানের এই অডিও ফাইলটি বর্তমানে নেদারল্যান্ডসের লিডেন বিশ্ববিদ্যালয়ে সংরক্ষিত হয়েছে। তবে মুয়াজ্জিনের নাম উল্লেখ করা হয়নি।

ক্রিস্টিন স্নুক হরখ্রোনি “মক্কার ইতিহাস” নামে একটি বই লিখেছেন। এই বইটিতে তিনি ১৮৮৪ এবং ১৮৮৫ সালে সৌদি আরবের জেদ্দা ও মক্কা ভ্রমণে কিছু স্মৃতি তুলে ধরেছেন। তিনি "মুসলমানদের মধ্যে হজের স্থান এবং ইসলামে এর গুরুত্ব" শিরোনামে তাঁর পিএইচডি থিসিস লিখেন।

মক্কার ইতিহাস গ্রন্থটি মোহাম্মাদ মাহমুদ আল-সিরিয়ানি এবং মিরাজ নাওয়াব মারাযা অনুবাদ করেন এবং বাদশাহ আবদুল আজিজ পাবলিকেশন অনুবাদকৃত এই বইটি প্রকাশ করে।
মক্কার প্রাচীনতম আজানের অডিও ফাইলটি বার্তা সংস্থা ইকনার দর্শনার্থীদের জন্য নীচে তুলে ধরা হল:

iqna

captcha