IQNA

ইরানের সংসদ স্পিকার;

ইরানের ক্রমবর্ধমান শক্তির ভয়ে সন্ত্রাসীরা বিজ্ঞানীকে শহীদ করেছে

0:06 - November 30, 2020
সংবাদ: 2611888
ইসলামি প্রজাতন্ত্র ইরানের সংসদ স্পিকার মোহাম্মাদ বাকের কলিবফ বলেছেন, শত্রুদেরকে কঠিন জবাব দিতে হবে আর তাহলেই কেবল তারা অনুতপ্ত হবে এবং নতুন কোনো অপকর্ম থেকে বিরত থাকবে। তিনি আজ সংসদ অধিবেশনে এ কথা বলেন।

সংসদ স্পিকার আরও বলেন, শত্রুরা আবারো হত্যার মতো সবচেয়ে অমানবিক পন্থা বেছে নিয়েছে। অবশ্য তাদের পদক্ষেপ থেকে এটা স্পষ্ট যে, তারা ইরানের শক্তি বৃদ্ধিতে ভীত-সন্ত্রস্ত এবং তারা বিজ্ঞানীদেরকে হত্যার মাধ্যমে ইরানের উন্নয়ন-অগ্রগতিকে বাধাগ্রস্ত করতে চায়। পার্সটুডে

সংসদ স্পিকার বলেন, চার দশকেরও বেশি সময় ধরে ইসলামি ইরান এ ধরণের শয়তানি তৎপরতার সম্মুখীন এবং অতীত অভিজ্ঞতা প্রমাণ করে ইরানি জনগণ শহীদদের পথ অনুসরণ থেকে পিছু হটবে না। তারা আগের চেয়ে আরও বেশি দৃঢ়তার সঙ্গে এ পথে অটল থাকবে।

তিনি বলেন, পরমাণু বিজ্ঞানী ড. মোহসেন ফাখরিজাদে’র শাহাদাতও ইরানি জাতির সামনে উন্নয়নের নতুন দ্বার উন্মোচন করবে যাতে শত্রুরা অনুশোচনা করতে বাধ্য হবে। সন্ত্রাসবাদের সর্মথকরাও তা বুঝতে পারবে। এ সময় তিনি দেশের সব বিভাগ ও প্রতিষ্ঠানকে এ ক্ষেত্রে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন। iqna

captcha