IQNA

হাসান নাসরুল্লাহর জীবনের অজানা দিকগুলো নিয়ে প্রথম তথ্যচিত্র সম্প্রচার

20:20 - December 01, 2020
সংবাদ: 2611891
তেহরান (ইকনা): আল-মায়াদিন টিভি প্রথমবারের মতো লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর মহাসচিব সাইয়্যেদ হাসান নাসরুল্লাহর জীবনের অজানা দিকগুলো নিয়ে তথ্যচিত্র সম্প্রচার করেছে।

এই টিভি চ্যানেলটি ২৯শে নভেম্বর রাতে হিজবুল্লাহর মহাসচিব সাইয়্যেদে হাসান নাসরাল্লাহর জীবন নিয়ে "কালবে আমিন" শীর্ষক তথ্যচিত্র প্রচার করেছে।

ডকুমেন্টারিটি হাসান নাসরুল্লাহর ছেলে শহীদ হাদীর (১৯৭৯-১৯৯৭) স্মরণে একদল যুবকের নেতৃত্বে আল-মায়াদিন টিভি চ্যানেল এবং “রুহুল আমিন” ক্যাম্পেইনের সহযোগিতায় প্রস্তুত ও প্রচার করা হয়েছে।

এই প্রামাণ্যচিত্রে হিজবুল্লাহর মহাসচিবের পিতা আবদুল করিম নসরুল্লাহ তাঁর ছেলে এবং তাঁর শৈশব ও কৈশোর সম্পর্কে কিছু অজানা কথা বলেছেন।

৫২ মিনিটের “কালবে আমিন” ডকুমেন্টারিতে রাজনৈতিক দিক থেকে দূরে থাকা তার পার্শ্ববর্তী জীবনের দৃষ্টিভঙ্গি থেকে সৈয়দ হাসান নাসরাল্লাহর দৃষ্টিভঙ্গি এবং তার ব্যক্তিত্বের অজানা দিকগুলির মতো তথ্য যাচাই করার চেষ্টা করেছে।

আগ্রহীগণ এই ডকুমেন্টারিটি আল-মায়াদিন টিভি চ্যানেলের টুইটারে দেখতে পারবেন। iqna

 

captcha