IQNA

'আমি মনেপ্রাণে একজন ফিলিস্তিনি', স্বাধীন ফিলিস্তিনের পক্ষে ছিলেন ম্যারাডোনা

19:10 - December 01, 2020
সংবাদ: 2611894
তেহরান (ইকনা): ফিলিস্তিনিদের ন্যায় সংগত সংগ্রামের প্রতি আবারও সমর্থন ব্যক্ত করেছেন 'ফুটবল ঈশ্বর' খ্যাত আর্জেন্টাইন ফুটবল লিজেন্ট ডিয়েগো ম্যারাডোনা। ১৪ জুলাই, রবিবার রাশিয়ার বিশ্বকাপ ফুটবলের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন খেলা দেখা এবং দ্বিপাক্ষিক ও আঞ্চলিক বিভিন্ন ইস্যুতে আলোচনার জন্য ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসকে আমন্ত্রণ জানান। ওই আমন্ত্রণে সাড়া দিয়ে ফুটবলের ফাইনাল খেলা দেখতে রাশিয়া সফরে যান মাহমুদ আব্বাস।

ফ্রান্স ও ক্রোয়েশিয়ার মধ্যে ফাইনাল খেলা চলাকালে স্টেডিয়ামে মাহমুদ আব্বাসের মতো উপস্থিত ছিলেন আর্জেন্টাইন কিংবদন্তি ফুটবলার ডিয়েগো ম্যারাডোনা। সেখানেই সৌজন্য সাক্ষাৎ হয় মাহমুদ আব্বাস ও ম্যারাডোনার। এ সময় মাহমুদ আব্বাসকে ডিয়েগো ম্যারাডোনা বলেন, ''আমি মনেপ্রাণে একজন ফিলিস্তিনি।''

এর আগেও বিভিন্ন সময়ে ম্যারাডোনা ফিলিস্তিনিদের প্রতি সমর্থন ব্যক্ত করেছেন। ম্যারাডোনা নিজের ইনস্টাগ্রামে এক পোস্টে ম্যারাডোনা লেখেন, ''এই লোকটি ফিলিস্তিনে শান্তি চায়। জনাব আব্বাস, আপনার নিজের একটি পূর্ণাঙ্গ দেশ আছে।'' এর আগে ২০১৪ সালেও ম্যারাডোনা বলেছিলেন, 'ইসরাইল ফিলিস্তিনের সঙ্গে যা করছে তা লজ্জার।'
সূত্র: mtnews24

captcha