IQNA

পাঞ্জাবের মুখ্যমন্ত্রী;

ইসলামি দেশের উন্নয়নের জন্য মুসলিম উম্মাহ’র ঐক্যের প্রয়োজন

23:24 - November 25, 2014
সংবাদ: 2611895
আন্তর্জাতিক বিভাগ: পাকিস্তানের পাঞ্জাব রাজ্যের মুখ্যমন্ত্রী শাহবাজ শরিফ বলেছেন: নিজেদের মধ্যে দ্বন্দ্বের কারণে ইসলামি দেশগুলো পিছিয়ে রয়েছে এবং এ দেশগুলোর উন্নয়নের জন্য মুসলিম উম্মাহ’র ঐক্যের প্রয়োজন।

‘Express Tribune’ ওয়েবসাইটের বরাত দিয়ে কুরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: পাকিস্তানের জামায়াতে ইসলামের পক্ষ থেকে তিন দিন ব্যাপী অনুষ্ঠিত এক সম্মেলনে মুখ্যমন্ত্রী শাহবাজ শরিফ বলেছেন: সকল বিভেদ ভুলে এখন মুসলমানদের ঐক্যবদ্ধ হওয়ার প্রয়োজন রয়েছে।
লাহোরে অনুষ্ঠিত এ সম্মেলনে বিশ্বের বিভিন্ন ইসলামি দেশের প্রতিনিধিগণ সম্মুখে মুখ্যমন্ত্রী বলেন: ইসলামি দেশগুলো প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ কিন্তু দেশ পরিচালনার ক্ষেত্রে অন্যদের নির্দেশ মেনে চলে।
তিনি আরও বলেন: পশ্চিমা দেশগুলো প্রযুক্তি, বিজ্ঞান এবং গবেষণার ক্ষেত্রে অনেক অগ্রগতি লাভ করেছে কিন্তু আমরা এখন আমাদের বিভেদ ও মতপার্থক্যের মধ্য থেকে বের হতে পারিনি।
শরিফ বলেন: ইসলাম ধর্ম আমাদের ঐক্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্বে কথা বলে। শুধুমাত্র আমাদের ইসলামের শিক্ষা গুলোকে মেনে চলার প্রয়োজন রয়েছে। যাতেকরে আমাদের মধ্যকার সকল বিভেদ ও পার্থক্য দুর করতে পারি।
এছাড়াও এ শীর্ষক সম্মেলনে পাকিস্তানের জামায়াত-ই-ইসলামী দলের প্রধান সিরাজুল হক তার নিজ বক্তৃতায় বলেন: ইসলাম বিরোধী দলগুলো আমাদেরকে যুদ্ধের প্রতি ধাবিত করে। কিন্তু পবিত্র কুরআন আমাদেরকে শান্তির শিক্ষার প্রতি অনুপ্রেরণা যোগায়। ইসলামি শত্রুদের ষড়যন্ত্রের প্রতিরোধ করতে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে।
2611224

captcha