IQNA

নিউ জার্সিতে নির্মিত হচ্ছে প্রথম মসজিদ

20:40 - December 02, 2020
সংবাদ: 2611903
তেহরান (ইকনা): নিউ জার্সির মুসলিম ফেডারেশন এই সিটিতে নতুন একটি মসজিদ নির্মাণ হওয়ার খবর জানিয়েছে।

নিউ জার্সি মুসলিম ফেডারেশন, জার্সি সিটিতে অবস্থিত একটি ইসলামিক অলাভজনক প্রতিষ্ঠান। এই ফেডারেশনের উদ্যোগে শহরের প্রাণকেন্দ্রে একটি গম্বুজ ও মিনারসহ দ্বিতল মসজিদ নির্মাণের কাজ শুরু করা হয়েছে।

নির্মাণ প্রকল্পটি মুসলিম ফেডারেশনের মালিকানাধীন সম্পত্তি সংলগ্ন কয়েকটি দোকান এবং ৬২টি পার্কিং স্পেসও বিকাশ করা হবে।

নিউ জার্সি মুসলিম ফেডারেশনের সভাপতি আরশাদ চথা বলেছেন: এই সিটিতে মুসলিমদের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। সুতরাং আমাদের ইবাদত-বন্দেগীর জন্য আরও বড় জায়গা প্রয়োজন। যেহেতু এটি একটি ধর্মীয় স্থান, তাই এটি সৌন্দর্যময় এবং শালীন দৃষ্টিভঙ্গিতে নির্মাণ করতে হবে।

আরশাদ বলেন: ১৯৮০-এর দশকে এই শহরে অফিস গ্রহণের পর থেকে এপর্যন্ত মুসলিম জনসংখ্যা তিনগুণ বৃদ্ধি পেয়েছে। এই শহরে বসবাসরত মুসলমানেরা দীর্ঘদিন পালাক্রমে একে অপরের বাড়িতে জামাতের নামাজ আদায় করতো। এই মসজিদ নির্মাণ হলে, মুসলমানদের একটি স্থানী ইবাদতের স্থান হবে।iqna

 

captcha