IQNA

মরক্কোর আল-কাতিবিয়া মসজিদ, ইসলামী স্থাপত্যের গৌরব

তেহরান (ইনকা): আফ্রিকার পশ্চিমাঞ্চলের গুরুত্বপূর্ণ মসজিদ হচ্ছে “আল-কাতিবিয়া” মসজিদ। এই মসজিদটি মরক্কোর রেড সিটির প্রাণকেন্দ্রে অবস্থিত। এই মসজিদটি মৌহেদিন শাসনামলে “খলিফা আবদুল মু’মেন ইবনে আলী আল-কুমি”র আদেশে ১১৫৮ সালে নির্মিত হয়েছে। আয়তক্ষেত্রাকার এই মসজিদে মোট ১৭টি গম্বুজ আছে। দ্বাদশ শতাব্দীতে স্পেনের কর্ডডোবা শহরে নির্মিত এই মসজিদটির মিম্বারটি, ইসলামী কার্পেন্ট্রির অন্যতম সেরা কাজ হিসেবে পরিগণিত।
captcha