IQNA

ট্রাম্পের ওপর নির্ভরশীল আগ্রাসীদের ইয়েমেন যুদ্ধ অবশ্যই বন্ধ করতে হবে

21:29 - January 14, 2021
সংবাদ: 2612108
তেহরান (ইকনা): ইয়েমেনের জনপ্রিয় হুথি আনসারুল্লাহ আন্দোলনের মুখপাত্র মুহাম্মাদ আব্দুস সালাম বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ছত্রচ্ছায়ায় যেসব সরকার ইয়েমেনের ওপর আগ্রাসন চালিয়ে আসছিল এখন তাদেরকে অবশ্যই এই রক্তক্ষয়ী আগ্রাসন বন্ধ করতে হবে।
গতকাল (বুধবার) টুইটার অ্যাকাউন্টে দেয়া এক পোস্টে আব্দুস সালাম এই কথা বলেন। তিনি বলেন, যেসব দেশ ইয়েমেনের বিরুদ্ধে আগ্রাসন চালিয়েছে এবং অবরোধ দিয়ে রেখেছে তাদেরকে এগুলো পরিপূর্ণভাবে বন্ধ করতে হবে, অর্ধেক পদক্ষেপের কোন স্থান নেই। পার্সটুডে
 
২০১৫ সালের মার্চ মাসে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন এবং মিশর সম্মিলিতভাবে দারিদ্রপীড়িত ইয়েমেনের ওপর সামরিক আগ্রাসন শুরু করে। সেই থেকে দেশটির ওপর আগ্রাসন অব্যাহত রয়েছে এবং এর পাশাপাশি তারা ইয়েমেনের বিরুদ্ধে সর্বাত্মক অবরোধ দিয়ে রেখেছে।
 
এই অন্যায় আগ্রাসনকে আমেরিকা এবং পাশ্চাত্যের অন্য অস্ত্র বিক্রেতা দেশগুলো অস্ত্র ও নানা সামরিক প্রযুক্তি দিয়ে সহযোগিতা করে এসেছে। তবে যেসব লক্ষ্য নিয়ে ইয়েমেনে আগ্রাসন চালানো হয়েছিল তার কোনটিই অর্জিত হয় নি। বরং দিন দিন ইয়েমেনের হুথি আনসারুল্লাহ আন্দোলন ও তাদের সমর্থনকারী সামরিক বাহিনী শক্তি অর্জন করেছে এবং আগ্রাসী শক্তির বিরুদ্ধে দারুণভাবে রুখে দাঁড়িয়েছে।
 
আগ্রাসনকারীদের মধ্যে সৌদি আরবের সঙ্গে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের বিশেষ সম্পর্ক রয়েছে। ট্রাম্পের ক্ষমতার শেষ দিকে এসে গত রোববার মার্কিন প্রশাসন ইয়েমেনের আনসারুল্লাহ আন্দোলনকে সন্ত্রাসী সংগঠন হিসেবে কালো তালিকাভুক্ত করেছে।  iqna
 
captcha