IQNA

মায়ের মুখে মিশরের সাত এতিম শিশুর কুরআন হেফজ করার গল্প 

20:15 - January 19, 2021
সংবাদ: 2612130
তেহরান (ইকনা): অল্প বয়সে পিতা হারানোর পরেও অনেক কষ্ট করে সাতজন এতিম শিশু কুরআন হেফজ করেছেন। মিশরের এই সাত শিশুর মা তাঁর সন্তানদের কীভাবে কুরআন হেফজ করিয়েছেন তা বর্ণনা করেছেন।
মিশরের আল-মানুফিয়া প্রদেশের আশ-শোহাদা কেন্দ্রের নিবাসী সাত এতিম শিশুর মা “নাজলা” কীভাবে তাঁর সন্তানদের কুরআন হেফজ করিয়েছেন তা বর্ণনা করেছেন। 
 
আদ-দাস্তুর পত্রিকার সাথে কথোপকথন নাজলা বলেন: অল্প বয়স থেকেই আমার সন্তানেরা কুরআন হেফজ করতে শুরু করেন। 
 
তাঁর দৈনন্দিন জীবনের বিভিন্ন সমস্যার কথা উল্লেখ করে তিনি বলেন: আমাদের জীবিকা নির্বাহ করতে খুব কষ্ট হয়। প্রতিমাসে আমাদের উপার্জন শুধুমাত্র ৭০০ মিশরীয় পাউন্ড, যা আমাদের সংসার চালানোর জন্য যথেষ্ট নয়। 
 
হাফেজ এই সাত শিশুর মা তার সন্তানদের কুরআনিক জীবনীর ব্যাপারে বলেন: আহমাদ ও ইউসুফ সম্পূর্ণ কুরআন হেফজ করেছে, মুহাম্মাদ ও মালেক ১৫ পারা হেফজ করেছে, কনিষ্ঠ ছেলে আম্মা পারা (পবিত্র কুরআনের ৭৬ নম্বর সূর থেকে ১১৪ নম্বর সূরা পর্যন্ত) মুখস্থ করেছে। এছাড়াও আমার এক মেয়ে ১০ পারা ও অপর মেয়ে ২০ পারা কুরআন হেফজ করেছে। 
 
তিনি তার ছেলেমেয়েদের লালন-পালনের কথা উল্লেখ করে বলেন: পাঁচ বছর পূর্বে আমার স্বামী ইন্তেকাল করেন এবং তার পর থেকে আমি আমার সন্তানদের লালন পালনের জন্য আমার জীবন উৎসর্গ করেছি। তারা যাতে ভালোভাবে নিজেদের গড়ে তুলতে পারে সেটাই আমার একমাত্র কাম্য। iqna

 

captcha