IQNA

জার্মানের দারুল কুরআন হতে সম্প্রচারিত;

ভিডিও | ক্বারি মানসুরীর সুললিত কণ্ঠে সূরা কাউসার তিলাওয়াত

14:49 - February 04, 2021
সংবাদ: 2612204
তেহরান (ইকনা): হামবুর্গের ইসলামিক সেন্টারের আওতাধীন জার্মান দারুল কুরআন সম্প্রতি বিশ্বখ্যাত ক্বারি মানসুরিরি সুললিত কণ্ঠে তিলাওয়াতকৃত সূরা কাউসার প্রকাশ করেছে।

ইরানের প্রসিদ্ধ ক্বারি মানসুরী ১৯৬৯ সালে জন্মগ্রহণ করেন এবং ১৯৮৮ সাল থেকে জাতীয় পর্যায়ে কুরআন প্রতিযোগিতায় অংশগ্রহণ করা শুরু করেন। ১৯৯০ সাল থেকে বিভিন্ন প্রতিযোগিতায় শীর্ষ স্থানে পদটি দখল করতে শুরু করেন।
ইসলামী প্রজাতন্ত্র ইরানে অনুষ্ঠিত একাদশতম কুরআন প্রতিযোগিতার বিচারকগণ কারিম মানসুরীকে কুরআনের খাদেম হিসেবে আখ্যায়িত করেন।

জার্মানের দারুল কুরআন হামবুর্গের ইমাম আলী (আ.) ইসলামিক সেন্টারের সাথে অনুমোদিত একটি সেন্টার। সামাজিক মিডিয়ায় এই সেন্টারের নিজস্ব পেজ আছে এবং সেখানে মাঝেমধ্যেই ইসলামী বিশ্বের বিখ্যাত ক্বারি বিশেষত মিশর ও ইরানের ক্বারিদের ক্বিরাতসমূহ প্রকাশ করে। iqna

 

captcha