IQNA

ইরাকে দায়েশের হাতে নিহত ৪০০ জনের গণকবরের সন্ধান

16:00 - February 04, 2021
সংবাদ: 2612205
তেহরান (ইকনা): ইরাকের নেইনাওয়া প্রদেশের পুলিশ জানিয়েছে, মোসুল শহরে তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ তথা আইএসের সন্ত্রাসীদের হাতে নিহত প্রায় ৪০০ জনের একটি গণকবরের সন্ধান পাওয়া গিয়েছে।

দায়েশের সন্ত্রাসীদের কাছ থেকে মোসুল মুক্ত করার তিন বছর পরে ইরাকি বাহিনী সম্প্রতি মোসুলের পশ্চিমে হামিদাত গ্রামে শিয়াদের অন্তর্ভুক্ত একটি গণকবর আবিষ্কার করেছে।

ইরাকের উত্তর-পশ্চিমাঞ্চলীয় নেইনাওয়ার পুলিশ কমান্ড এক বিবৃতিতে জানিয়েছে: নেইনাওয়া প্রদেশের উত্তরে দায়েশ সন্ত্রাসবাদী গোষ্ঠীর হাতে নিহত ৪০০ জন শিয়া মুসলমানের লাশ সম্বলিত একটি গণকবর পাওয়া গেছে।

এই বিবৃতিতে আরও বলা হয়েছে: এই গণকবরটির সন্ধান মোসুলের ৬০ কিলোমিটার পশ্চিমে তালআফার সীমান্তবর্তী হামিদাত শিয়া অধ্যুষিত গ্রামে পাওয়া গেছে। বিগত কয়েক মাসের মধ্যে এটা নিয়ে মোট দুইটি গণকবর আবিষ্কার করা হয়েছে। গতগ্রীষ্মে একই গ্রামে আরও একটি গণকবর আবিষ্কৃত হয়েছিল।

কিছুদিন আগে ইরাকি সরকার নেইনাওয়া প্রদেশে “আল-খাসফা” ও “আলু্ আন্তর” নামাক দুইটি গণকবরের খোজার জন্য তদন্ত ও অনুসন্ধানের নির্দেশ দিয়েছেন। এই ঘোষণার কিছুদিনের মধ্যেই এই দুইটি গণকবরের সন্ধান পাওয়া গিয়েছে। iqna

 

captcha