IQNA

হিজাবের কারণে বন্ধ হলো নাইজেরিয়ার ১০টি স্কুল

0:03 - February 21, 2021
সংবাদ: 2612286
তেহরান (ইকনা): নাইজেরিয়ার কাভারা প্রদেশে মুসলিম ছাত্রীদের হিজাব ব্যবহারের কারণে ১০টি স্কুল বন্ধ করে দেওয়া হয়েছে। আজ নাইজেরিয়ার শিক্ষা মন্ত্রণালয় এই সিদ্ধান্ত নিয়েছে। 

নাইজেরিয়ার শিক্ষা মন্ত্রণালয় আজ এক বিবৃতিতে ঘোষণা দিয়েছে, মুসলিম শিক্ষার্থীদের হিজাব ব্যবহারের কারণে খ্রিস্টান-সংখ্যাগরিষ্ঠ কাভারা প্রদেশের ১০ টি স্কুল বন্ধ করা হয়েছে। 
 
শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা “কিমি অ্যাডিসন” বলেছেন: কাভারা প্রদেশের স্কুলসমূহে মুসলিম শিক্ষার্থীদের হিজাব পরিধানের ফলে মুসলিম ও খ্রিস্টানদের মধ্যে সংঘর্ষের সৃষ্টি হয়েছে। 
 
তিনি গুরুত্বারোপ করে বলেছেন: পরিস্থিতি শান্ত করতে এবং উভয় পক্ষের মধ্যে মতপার্থক্য নিরসনের জন্য মুসলিম ও খ্রিস্টান প্রতিনিধিদের নিয়ে গঠিত একটি সরকারী প্রতিনিধি দলের বৈঠকের পর এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
 
নাইজেরিয়ার দক্ষিণ ও পশ্চিমাঞ্চলে অধিকাংশ নাগরিকই অমুসলিম এবং এই অঞ্চলসমুহে হিজাবের ইস্যুতে মাঝেমধ্যেই বিতর্কের সৃষ্টি হয়। 
 
২০১৮ সালে নাইজেরিয়ার ওয়ো স্টেটের একটি স্কুলে হিজাব ব্যবহারের কারণের নয়জন  শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছিল।  iqna
 

 

captcha