IQNA

ইরাকে পোপ ফ্রান্সিসের ঐতিহাসিক সফর

তেহরান (ইকনা): বিশ্বের ক্যাথলিকদের নেতা পোপ ফ্রান্সিস গতকাল, ৬ষ্ঠ মার্চ এক ঐতিহাসিক সফরে ইরাকে পৌঁছেছেন। বাগদাদ আন্তর্জাতিক বিমানবন্দরে পোপ ফ্রান্সিসকে আনুষ্ঠানিক অভ্যর্থনা জানিয়েছেন ইরাকের প্রেসিডেন্ট বারহাম সালেহ, প্রধানমন্ত্রী মোস্তাফা আল-কাজিমি এবং সংসদ স্পিকার মোহাম্মাদ আল-হালবুসি। এছাড়াও এসময় ইরাকের অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। আজ সকালে পোপ ফ্রান্সিস নাজাফে আশরাফে আয়াতুল্লাহ সিস্তানির (হাফিজাহুল্লাহ) বাসভবনে উপস্থিত হয়ে তাঁর সাথে সাক্ষাৎ করেছেন।
captcha