IQNA

বুলগেরিয়ার মসজিদে নিরাপত্তা বাহিনীর হামলা

22:03 - November 27, 2014
সংবাদ: 2612416
আন্তর্জাতিক বিভাগ: বুলগেরিয়ার সামরিক বাহিনী চরমপন্থিদের গ্রেফতারের অজুহাতে সেদেশের দক্ষিণাঞ্চলের চল্লিশটি অধিক ঘর এবং মসজিদে হামলা চালিয়েছে!

কুরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: সামরিক বাহিনী এ হামলা চালিয়ে পাযারাদিঝিক শহরের মসজিদের ইমাম ‘আহমদ মুসা’ ও এ শহরের অনেক মুসলমানদের গ্রেফতার করেছে।
এছাড়াও সামরিক বাহিনী হামলা চালিয়ে অনেক মূল্যবান গ্রন্থ, নোট এবং ব্যক্তিগত কম্পিউটার জব্দ করেছে।
গত মার্চ মাসে আহমদ মুসাকে পাযারাদিঝিক শহরের অধিবাসীদের চরমপন্থিদের প্রতি আকৃষ্ট এবং সহিংসতা মূলক প্রচারের অভিযোগে এক বছরের কারাদণ্ডে দণ্ডিত করা হয়েছিল। এ রায় ঘোষণা হওয়ার পর তিনি উচ্চতর আদালাতে আপীল করেন।
বলাবাহুল্য, বুলগেরিয়ার সরকার ১৯৮০ সালে মুসলমানদের ওপর হামলা চালায়। এ হামলা ফলে সহস্রাধিক মুসলমান নিজেদের ধর্মীয় নাম পরিবর্তন করে বুলগেরিয়ান নাম রাখতে বাধ্য হয় এবং এ সহিংসতার ফলে প্রায় তিন লক্ষ বুলগেরিয়ান অধিবাসী নিজেদের দেশ ত্যাগ করেছে।
2612133

captcha