IQNA

মিশরের আল বাহিরায় তিনটি নতুন মসজিদের উদ্বোধন + ছবি

20:49 - March 14, 2021
সংবাদ: 2612453
তেহরান (ইকনা): মিশরের রাবওয়াহ ও ধর্ম বিষয়ক মন্ত্রণালয় সম্প্রতি আল-বাহিরা প্রদেশে তিনটি নতুন মসজিদ উদ্বোধন করেছে। এই মন্ত্রণালয়ের পক্ষ থেকে গত এক বছরে দেশের মোট ১৬৮টি মসজিদ উদ্বোধন করা হয়েছে। 

মসজিদ নির্মাণ ও আর্কিটেকচার এবং ধর্ম প্রচার ও চরমপন্থি ধারণার বিরুদ্ধে লড়াইয়ের ক্ষেত্রে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের দুর্দান্ত ভূমিকার প্রশংসা করেছেন আল বাহিরা প্রদেশের গভর্নর হিশাম আমিনা। এছাড়াও তিনি ধর্মীয় আচার অনুষ্ঠানে প্রবেশাধিকারের সুবিধার্থে এই প্রদেশের বিভিন্ন শহর ও অঞ্চলগুলোয় মসজিদ নির্মাণের ক্ষেত্রে নাগরিকদের স্বতঃস্ফূর্ত প্রচেষ্টারও প্রশংসা করেন।
 
আল বাহিরা প্রদেশে গভর্নর আরও বলেন: এই তিনটি মসজিদ উদ্বোধন হওয়ার সাথে সাথে এই প্রদেশে মসজিদের সংখ্যা ১৩,৮৫০ পৌঁছেছে এবং বিগত এক বছরে মোট ১৬৮ টিরও বেশি মসজিদ উদ্বোধন করা হয়েছে। এসকল মসজিদ নির্মাণের জন্য ২৫০ মিলিয়ন মিশরীয় পাউন্ডের বেশি ব্যয় হয়েছে।iqna
 
 

افتتاح 3 مسجد جدید در «البحیره» مصر+عکس

افتتاح 3 مسجد جدید در «البحیره» مصر+عکس

افتتاح 3 مسجد جدید در «البحیره» مصر+عکس

 

ট্যাগ্সসমূহ: মসজিদ ، ধর্ম ، মন্ত্রণারয় ، ইকনা ، শহর
captcha