IQNA

সৌদি আরবের বিমান বন্দরে ইয়েমেনের ড্রোন হামলা

9:50 - March 16, 2021
সংবাদ: 2612464
তেহরান (ইকনা): সৌদি আরবের ‘আবহা’ আন্তর্জাতিক বিমান বন্দর ও ‘কিং খালিদ’ বিমান ঘাঁটিতে হামলা চালিয়েছে ইয়েমেনের আনসারুল্লাহ আন্দোলন সমর্থিত সামরিক বাহিনী। দুটি স্থাপনাই সৌদি আরবের দক্ষিণে অবস্থিত।

ইয়েমেনের সামরিক বাহিনীর মুখপাত্র ইয়াহিয়া সারি সোমবার এ তথ্য জানিয়েছেন। তিনি আরও বলেছেন, দু’টি অবস্থানেই ড্রোনের সাহায্যে আঘাত হানা হয়েছে। এ নিয়ে এ পর্যন্ত বেশ কয়েক বার আবহা বিমান বন্দর ও কিং খালিদ বিমান ঘাঁটিতে হামলা চালালো ইয়েমেনি বাহিনী।
 
এর আগে গত সপ্তাহে আসির, জিযান ও রাস আল তানুরা বন্দরে ১৪ ড্রোন ও ৮টি ক্ষেপণাস্ত্রের সাহায্যে বড় ধরণের অভিযান পরিচালনা করে ইয়েমেনের সামরিক বাহিনী।
 
২০১৫ সাল থেকে সৌদি জোট দারিদ্র্যপীড়িত ইয়েমেনের ওপর সামরিক আগ্রাসন চালিয়ে আসছে। তবে যেসব লক্ষ্য নিয়ে সৌদি আরব ইয়েমেনে আগ্রাসন চালিয়েছে ছয় বছরের মাথায় এসে তার একটিও অর্জন করতে পারে নি বরং দিন দিন ইয়েমেনের হুথি আনসারুল্লাহ আন্দোলন আগ্রাসীদের বিরুদ্ধে শক্তিশালী প্রতিরোধ গড়ে তুলেছে। iqna
captcha