IQNA

আরামকোর তেল স্থাপনায় ইয়েমেনের ড্রোন হামলা 

5:26 - March 20, 2021
সংবাদ: 2612494
তেহরান (ইকনা): সৌদি আরবের রাজধানী রিয়াদে দেশটির রাষ্ট্রীয় তেল কোম্পানি ‘আরামকো’র একটি স্থাপনায় আবার ড্রোন হামলা চালিয়েছে ইয়েমেন। ইয়েমেনের সেনাবাহিনী বলেছে, দেশটির ওপর গত ছয় বছর ধরে সৌদি আরবের ভয়াবহ আগ্রাসনের প্রতিশোধ নিতে এ হামলা চালানো হয়েছে।
ইয়েমেনের সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি’ বলেছেন, শুক্রবার তার বাহিনী রিয়াদে আরামকোর একটি স্থাপনায় ছয়টি ড্রোন ব্যবহার করে হামলা চালিয়েছে।
 
তিনি বলেন, সৌদি নেতৃত্বাধীন জোটের আগ্রাসন ও ইয়েমেনের ওপর ওই জোটের নিপীড়নমূলক অবরোধের প্রতিশোধ নিতে এ হামলা চালানো হয়েছে।  যতদিন আগ্রাসন বন্ধ ও অবরোধ প্রত্যাহার করা না হবে ততদিন ক্রমবর্ধমান হারে এরকম প্রতিশোধমূলক হামলা চলবে বলে তিনি হুঁশিয়ারি উচ্চারণ করেন।
 
ইয়েমেন থেকে রিয়াদের বিমান পথের দূরত্ব ১০২৪ কিলোমিটার এবং ইয়েমেনের নিকটতম সীমান্ত থেকে রিয়াদের দূরত্ব ৮৫০ কিলোমিটার। ইয়েমেনের সেনাবাহিনী সৌদি আরবের গত ছয় বছরের কঠোর অবরোধ ও আগ্রাসন সত্ত্বেও ড্রোন প্রযুক্তিতে এতটা উন্নতি করেছে যে, এত দীর্ঘ দূরত্ব অতিক্রম করে তারা রিয়াদে ড্রোন পাঠিয়ে সফল হামলা চালাচ্ছে।
 
এর আগে বৃহস্পতিবারও ইয়েমেনের সেনাবাহিনী সৌদি আরবের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় আবহা বিমানবন্দরে হামলা চালিয়েছে। iqna
captcha