IQNA

বিনা অনুমতিতে মসজিদুল হারামে প্রবেশ করলে প্রদান করতে হবে ভারী জরিমানা

9:41 - April 10, 2021
সংবাদ: 2612588
তেহরান (ইকনা): সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘোষণা করেছে,  আসন্ন রমজান মাসে ওমরাহ হজ পালনের জন্য  অনুমতি ছাড়া যদি কেউ মসজিদুল হারাম এবং এর প্রাঙ্গণসমূহে প্রবেশ করে, তাহলে তাকে জরিমানা বাবদ ১০ হাজার সৌদি রিয়াল পরিশোধ করতে হবে।
সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলেছে: করোনাভাইরাস সংক্রামণ রোধের জন্য এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।
 
সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রদত্ত বিবৃতি অনুযায়ী, মসজিদুল হারাম এবং এর প্রাঙ্গণসমূহে মুসল্লি ও ওমরাহ পালনকারীদের স্বাস্থ্যগত সেবা প্রদানের জন্য সতর্কতামূলক বিধিমালা বাস্তবায়নের প্রতিশ্রুতি নিশ্চিত করণের জন্য এই পদক্ষেপ বাস্তবায়ন করা হবে।
 
সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় আরও জানিয়েছে যে, দেশে অবস্থানরত নাগরিক এবং বিদেশী নাগরিকদের মসজিদুল হারামে ওমরাহ পালন বা নামাজ পড়ার অনুমতি নেওয়ার প্রয়োজনে গৃহীত নির্দেশিকাগুলি মানতে হবে।
 
এই মন্ত্রণালয় আরও জানিয়েছে, এই পরিকল্পনা বাস্তবায়ন করতে এবং আসন্ন রমজান মাসে এই বিধিমালা যথাযথভাবে পালন করার জন্য মসজিদুল হারামের সকল প্রবেশ পথে নিরাপত্তা চেকপয়েন্ট স্থাপন করা হয়েছে। iqna
 
 

 

captcha