IQNA

১৮ বছরের কম বয়সীদের হিজাব নিষিদ্ধ করল ফ্রান্স

0:01 - April 12, 2021
সংবাদ: 2612598
তেহরান (ইকনা): ১৮ বছরের কম বয়সী মুসলিম মেয়েদের প্রকাশ্যে হিজাব পরা নিষিদ্ধের প্রস্তাব পাস হয়েছে ফ্রান্সের সিনেটে। বিতর্কিত এই বিল পাসের পর সেটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনা শুরু হয়েছে। সম্প্রতি পাস হওয়া বিলটির বিরুদ্ধে হ্যান্ডসঅফমাইহিজাব হ্যাশট্যাগে প্রতিবাদে শামিল হচ্ছেন অনেকে। 
প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ এর আগেই মুসলিম মেয়েদের হিজাব নিষিদ্ধের কথা জানিয়েছিলেন। এরপরই বিলটির পক্ষে ভোট দিয়েছে সিনেট। বিলটি আইনে পরিণত হলে ১৮ বছরের কম বয়সী ফ্রান্সের মুসলিম মেয়েদের জনসমক্ষে হিজাব পরা নিষিদ্ধ হবে।
 
এ ছাড়া যেসব অভিভাবক ধর্মীয় পোশাক পরেন তাদের ওপর কোনো স্কুলে ভ্রমণ, পাবলিক সুইমিং পুলে যাওয়া বা এ জাতীয় আরো কিছু কাজে অংশ নেওয়ার ব্যাপারে নিষেধাজ্ঞা জারি করা হবে। এই আইনকে 'বিচ্ছিন্নতাবাদবিরোধী' বিল হিসেবে অ্যাখ্যা দিয়ে ধর্মনিরপেক্ষ ব্যবস্থা সমাজে চালু করার চেষ্টা করা হচ্ছে। এই আইনের কঠোর বিরোধিতা করেছেন বহু মানুষ। 
 
অনেকে এই আইনকে 'ইসলামবিরোধী আইন' বলে আখ্যায়িত করেছেন। এর মাধ্যমে মুসলিম সংখ্যালঘুদের একপেশে করা হচ্ছে বলে মন্তব্য করছেন তারা। আলজাজিরা

 

captcha