IQNA

আমিরাতের উপকূলে ইসরাইলি জাহাজ হামলার সর্বশেষ রিপোর্ট

0:20 - April 14, 2021
সংবাদ: 2612614
তেহরান (ইকনা): সংযুক্ত আরব আমিরাতের উপকূলে ইহুদিবাদী ইসরাইলের মালিকানাধীন একটি জাহাজে হামলা হয়েছে। হাইপেরিয়ন নামে এ জাহাজটি ইসরাইল সরকারের পিসিসি কোম্পানির সঙ্গে যুক্ত।
সংযুক্ত আরব আমিরাতের ফুজায়রা বন্দরের উপকূলে এই হামলার ঘটনা ঘটেছে। 
 
এ ব্যাপারে লেবাননের ইউ নিউজ বার্তা সংস্থা জানিয়েছে: জাহাজটি গাড়ি বহন করছিল এবং ৪৮ ঘণ্টা আগে কুয়েতের মিনা আল-আহমদী বন্দরে অবস্থান ছিল। ইসরাইলের সূত্রে বলা হয়েছে, জাহাজটি ইসরাইলের RAY SHIPPING -এর আওতাধীন এবং এটিতে বাহামা দেশের পতাকা উড়তে দেখা গিয়েছে। 
 
বিয়ালফাইন্ডারের ওয়েবসাইটে প্রকাশিত তথ্য অনুযায়ী, গতকাল স্থানীয় সময় রাত ২৩:৩০ ফুজাইরা বন্দরে জাহাজটি নোঙর করেছিল।
 
জায়নিস্ট নেটওয়ার্ক কাহনের এক প্রতিবেদক তার অফিসিয়াল টুইটার অ্যাকাউন্টে দাবি করেছেন যে, একটি ক্ষেপণাস্ত্র দ্বারা জাহাজটিকে টার্গেট করা হয়েছে। ইসরাইলের চ্যানেল-12 সুরক্ষা সূত্রের বরাত দিয়ে ঘোষণা করেছে, পারস্য উপসাগরে অবস্থানরত এই জাহাজে একটি ইরানি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। এই হামলায় কোনও হতাহত ঘটনা ঘটেনি। তবে জাহাজের আংশিক ক্ষতি হয়েছে।
 
এই হামলার বিষয়ে ইসরাইলি কর্মকর্তারা এখনও কোনও মন্তব্য করেননি, তবে ইসরাইলি রাষ্ট্রীয় টেলিভিশন সেদেশের কর্মকর্তাদের উদ্ধৃত দিয়ে এই হামলার জন্য ইরানের দিকে আঙুল তুলেছে।
 
ইহুদিবাদী ইসরাইলি পরিবহন মন্ত্রণালয় জানিয়েছে যে, তারা ইসরাইলি জাহাজের উপর হামলার খবরটি সম্পর্কে অবগত, তবে তারা সংযুক্ত আরব আমিরাতের কাছ থেকে তাৎক্ষণিক তথ্য না পাওয়ায় এখনও আনুষ্ঠানিকভাবে এটি নিশ্চিত করতে পারেনি।
 
এদিকে ব্রিটিশ মেরিটাইম ট্রেড অর্গানাইজেশন জানিয়েছে যে, তারা ইসরাইলি জাহাজের উপর আক্রমণ সম্পর্কে অবগত রয়েছে এবং অন্যান্য জাহাজও এই পথে অত্যন্ত সতর্কতার সাথে  চলাচল করছে। iqna
 

 

captcha