IQNA

আলোচনা দীর্ঘায়িত করা যাবে না, এটা ক্ষতিকর হবে: ইরানের সর্বোচ্চ নেতা

0:03 - April 15, 2021
সংবাদ: 2612617
তেহরান (ইকনা): ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী (হাফিজাহুল্লাহ) বলেছেন, আমরা পরমাণু সমঝোতা, নিষেধাজ্ঞা ও আলোচনা সম্পর্কে আমাদের নীতি ঘোষণা করেছি।
তিনি বলেন, আমরা বলেছি আগে নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে। নিষেধাজ্ঞা প্রত্যাহার হয়েছে তা নিশ্চিত হওয়ার পর আমাদের যা করণীয় তা করব। কারণ এরা বহু বার তাদের প্রতিশ্রুতি লঙ্ঘন করেছে। এখনও তাই করছে। পার্সটুডে 
 
তিনি গতকাল (বুধবার) রমজান মাসের প্রথম দিন পবিত্র কুরআন নিয়ে সদা তৎপর একদল ব্যক্তিত্বের সঙ্গে ভিডিও লিঙ্কের মাধ্যমে যুক্ত হয়ে এসব কথা বলেন।
 
সর্বোচ্চ নেতা আরও বলেন, আমাদের কর্মকর্তা ও দায়িত্বশীলদেরকে এ বিষয়ে সতর্ক থাকতে হবে যে, আলোচনা যেন ক্ষয়িষ্ণু পর্যায়ে চলে না যায়। অন্য পক্ষ যাতে আলোচনাকে দীর্ঘায়িত করতে না পারে সেদিকে খেয়াল রাখতে হবে। কারণ এটা দেশের জন্য ক্ষতিকর। iqna
ট্যাগ্সসমূহ: সর্বোচ্চ ، নেতা ، রমজান ، ইকনা ، ইরান
captcha