IQNA

৮৬ বছর পর পবিত্র রমজান মাসে ঐতিহাসিক আয়া সোফিয়া মসজিদে আযানের ধ্বনি + ভিডিও

0:04 - April 15, 2021
সংবাদ: 2612619
তেহরান (ইকনা) : ইউনেস্কো ঘোষিত বিশ্ব ঐতিহ্য আয়া সোফিয়াকে গত বছরের জুলাইয়ে ফের মসজিদে রূপান্তরের পক্ষে রায় দেয় আদালত। সে সময় প্রশাসনিক আদালত থেকে রায় পাওয়ার এক ঘণ্টা পর নতুন ডিক্রি জারি করেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। এবার ৮৬ বছর পর তুরস্কের এই ঐতিহাসিক মসজিদে পবিত্র রমজান মাসে প্রথম বারের মতো আযানের সুমধুর ধ্বনি শোনা গিয়েছে। 

ইস্তাম্বুলের আয়া সোফিয়া মসজিদটিকে যাদুঘরে পরিণত করার ৮৬ বছর পরে এই মসজিদের মুয়াজ্জিন মঙ্গলবার, ১৪ই এপ্রিল সন্ধ্যায় মসজিদের একটি মিনারের শীর্ষে উঠে মাগরিবের নামাজের আহ্বানে সুমধুর কণ্ঠে আযান দেন। 
 
জানা গেছে, করোনা সংক্রমণ রোধে স্বাস্থ্যবিধি মেনে সামাজিক দূরত্ব নিশ্চিত করে তা অনুষ্ঠিত হয়। এছাড়া সাপ্তাহিক ছুটির দিনে ২৫-৩০ হাজার দর্শনার্থী আয়া সোফিয়ায় আসেন। প্রতিটি জুমা’র নামাজে মুসল্লিদের ঢল নামে এখানে।
 
উল্লেখ্য, গত ১১ জুলাই ১৯৩৪ সালের এক ডিক্রি অবৈধ ঘোষণা করে আয়া সোফিয়াকে ফের মসজিদে রূপান্তরের পক্ষে রায় দেয় আদালত। প্রশাসনিক আদালত থেকে রায় পাওয়ার এক ঘণ্টা পর নতুন ডিক্রি জারি করেন প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান।
 
বাইজেন্টাইন সাম্রাজ্যের অধিপতি সম্রাট প্রথম জাস্টিনিয়ানের নির্দেশে ষষ্ঠ শতাব্দীতে আয়া সোফিয়া নির্মিত হয়। ওই সময় এটিই ছিল পৃথিবীর সবচেয়ে বড় গির্জা। এরপর ১৪৫৩ সালে ইস্তাম্বুল ওসমানী খেলাফতের দখলে গেলে একে মসজিদে পরিণত করেন বিজেতা সুলতান মোহাম্মদ ফাতিহ তথা দ্বিতীয় মোহাম্মদ।
 
ওসমানী খেলাফত বিলুপ্ত হলে ১৯৩৪ সালে মুস্তফা কামাল আতাতুর্ক স্বাক্ষরিত এক ডিক্রিতে মসজিদটিকে জাদুঘরে পরিণত করা হয়। এটি এখন ইউনেস্কো ঘোষিত একটি বিশ্ব ঐতিহ্য স্থান। iqna
 
 
 
طنین‌انداز شدن اولین اذان ماه رمضان پس از ۸۶ سال در مسجد ایاصوفیه
 
طنین‌انداز شدن اولین اذان ماه رمضان پس از ۸۶ سال در مسجد ایاصوفیه
captcha