IQNA

ভিডিও | প্রথম রোজায় আব্দুল ফাত্তাহ তারৌতির মনোমুগ্ধকর তিলাওয়াত 

16:31 - April 15, 2021
সংবাদ: 2612620
তেহরান (ইকনা): প্রতি বছর রমজান মাসে মিশরের অন্যতম শীর্ষস্থানীয় ক্বারি ও শিক্ষক আব্দুল ফাত্তাহ তারৌতি সেদেশের গণমাধ্যমে তাঁর অনুরাগীদের উদ্দেশ্যে কুরআন তিলাওয়াত করেন। 

২০২১ সালের পবিত্র রমজান মাস উপলক্ষে মিশরের এই প্রসিদ্ধ ক্বারি সূরা বাকারার ১৮৫ নম্বর আয়াত তিলাওয়াত করেছেন। 
 
«شَهْرُ رَمَضَانَ الَّذِي أُنْزِلَ فِيهِ الْقُرْآنُ هُدًى لِلنَّاسِ وَبَيِّنَاتٍ مِنَ الْهُدَى وَالْفُرْقَانِ فَمَنْ شَهِدَ مِنْكُمُ الشَّهْرَ فَلْيَصُمْهُ وَمَنْ كَانَ مَرِيضًا أَوْ عَلَى سَفَرٍ فَعِدَّةٌ مِنْ أَيَّامٍ أُخَرَ يُرِيدُ اللَّهُ بِكُمُ الْيُسْرَ وَلَا يُرِيدُ بِكُمُ الْعُسْرَ وَلِتُكْمِلُوا الْعِدَّةَ وَلِتُكَبِّرُوا اللَّهَ عَلَى مَا هَدَاكُمْ وَلَعَلَّكُمْ تَشْكُرُونَ»
 
 রমযান মাস, যাতে কুরআন অবতীর্ণ হয়েছে, যা মানবজাতির জন্য দিশারী এবং এতে পথনির্দেশ ও সত্য ও মিথ্যার পার্থক্যকারী সুস্পষ্ট নিদর্শন আছে। সুতরাং তোমাদের মধ্যে যে কেউ এ মাসে (স্বস্থানে) উপস্থিত থাকবে সে যেন রোযা রাখে; আর যে অসুস্থ অথবা মুসাফির অবস্থায় থাকবে সে অন্য দিনে এ সংখ্যা পূর্ণ করবে। আল্লাহ তো তোমাদের জন্য সহজ করতে চান, তোমাদের জন্য দুর্ভোগ চান না। এবং (গণনার নির্দেশের কারণ) যাতে তোমরা (রোযার) সংখ্যা পূর্ণ কর এবং যাতে আল্লাহর মহিমা বর্ণনা কর এজন্য যে, তিনি তোমাদের পথপ্রদর্শন করেছেন; এবং হয়ত তোমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করবে।
 
ক্বারি আব্দুল ফাত্তাহ তারৌতির সুললিত কণ্ঠের এই তিলাওয়াতটি মিশরের “আল-ইয়াওম আসা-সাবিয়” সংবাদ সংস্থার ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে।  iqna
 
 
captcha