IQNA

পবিত্র রমজানে ৮০ হাজারের বেশি পরিবারকে খাবার সরবরাহ করার পরিকল্পনা

17:23 - April 15, 2021
সংবাদ: 2612621
তেহরান (ইকনা): পবিত্র রমজান মাস উপলক্ষে ভারতে ইফতার প্রকল্প চালু করেছে সৌদি আরবের ধর্মবিষয়ক মন্ত্রণালয় ইসলামিক অ্যাফেয়ার্স, কল অ্যান্ড গাইডেন্স। সৌদি গেজেটের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
গতকাল বুধবার সৌদি প্রেস এজেন্সি জানিয়েছে, এই রমজান মাসে ভারতের বিভিন্ন প্রদেশ এবং শহরে ৮০ হাজারের বেশি পরিবারকে খাবার সরবরাহ করার পরিকল্পনা রয়েছে। ভারতে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূতের কার্যালয়ে এই প্রকল্পের উদ্বোধন করা হয়েছে।
 
নয়াদিল্লিতে নিযুক্ত সৌদি আরবের ধর্মীয় কূটনীতিক বদর আল-এনজি বলেন, সৌদি আরবের ধর্ম মন্ত্রণালয়ের অধীনে ভারতে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূতের তত্ত্বাবধানে ভারতের বিশ্ববিদ্যালয়, বিভিন্ন সমিতি এবং ইসলামী কেন্দ্রগুলোর সঙ্গে সমন্বয় করে প্রকল্পটি বাস্তবায়ন করা হচ্ছে। সৌদি গেজেট
captcha