IQNA

পবিত্র রমজান মাসের চতুর্থ দিনের দোয়া

0:53 - April 17, 2021
সংবাদ: 2612627
তেহরান (ইকনা)- ইবনে আব্বাস (রা.) থেকে বর্ণিত: রাসূলুল্লাহ (সা) রমজান মাসে এই দোয়া পড়তেন। ‘আলবালাদুল আমিন’ ও ‘মিসবাহুল কাফআমি’ নামক গ্রন্থে এই দোয়াগুলো রয়েছে।

পবিত্র রমজান মাসের চতুর্থ দিনের দোয়ার আরবি, বাংলা উচ্চারণ ও অর্থ:

اَللّـهُمَّ قَوِّنی فیهِ عَلى اِقامَةِ اَمْرِکَ، وَاَذِقْنی فیهِ حَلاوَةَ ذِکْرِکَ، وَاَوْزِعْنی فیهِ لاَِداءِ شُکْرِکَ بِکَرَمِکَ، وَاحْفَظْنی فیهِ بِحِفْظِکَ وَسَتْرِکَ، یا اَبْصَرَ النّاظِرینَ .

উচ্চারণ : আল্লাহুম্মা ক্বাউয়্যিনি ফিহি আ’লা ইক্বামাতি আমরিক; ওয়া আজক্বিনি ফিহি হালাওয়াতা জিকরিক; ওয়া আওযিয়’নি ফিহি লিআদায়ি শুকরিকা বিকারামিক; ওয়াহফাজনি ফিহি বিহিফজিকা ওয়া সিতরিক; ইয়া আব্‌ছারান নাজিরিন।

অর্থ : হে আল্লাহ ! এ দিনে আমাকে তোমার নির্দেশ পালনের শক্তি দাও। তোমার জিকিরের মাধুর্য আমাকে আস্বাদন করাও। তোমার অপার করুণার মাধ্যমে আমাকে তোমার কৃতজ্ঞতা জ্ঞাপনের জন্য প্রস্তুত কর । হে দৃষ্টিমানদের মধ্যে শ্রেষ্ঠ দৃষ্টিমান। আমাকে এ দিনে তোমারই আশ্রয় ও হেফাজতে রক্ষা কর।

আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে চতুর্থ রমজানের প্রত্যেক নামাজসহ ইবাদাত-বন্দেগিতে এ দোয়ার মাধ্যমে তাঁর নিকট ক্ষমা প্রার্থনা করে নৈকট্য অর্জন করার তাওফিক দান করুন।

 

পবিত্র রমজান মাসের চতুর্থ দিনের দোয়া

সংশ্লিষ্ট খবর
captcha