IQNA

আলবেনিয়ায় মসজিদে ছুরি হামলা পাঁচ মুসল্লি আহত

18:51 - April 20, 2021
সংবাদ: 2612647
তেহরান (ইকনা): ইউরোপের বলকান অঞ্চলের দেশ আলবেনিয়ার রাজধানী তিরানার একটি মসজিদে ছুটি হামলা হয়েছে।

আলবেনিয়ান পুলিশ জানিয়েছে, রাজধানী তিরানার একটি মসজিদে বন্দুক হামলায় পাঁচ জন মুসল্লি আহত হয়েছেন। সোমবার জোহরের নামাজের পর মসজিদে ওই হামলার ঘটনা ঘটেছে।

পুলিশ বলছে, ছুরি হামলার পরই সন্দেহভাজন হামলাকারী হিসেবে ৩৪ বছর বয়সী এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। স্থানীয় গণমাধ্যমগুলো জানিয়ে, গ্রেফতার ব্যক্তি মানসিক অবসাদে ভুগছেন। গত মার্চের এক ছুরি হামলার ঘটনায় পুলিশ তাকে খুঁজছিল।

তবে পুলিশের পক্ষ থেকে এ নিয়ে কোনো মন্তব্য করা হয়নি। পুলিশ বলছে, স্থানীয় সময় সোমবার দুপুর আড়াইটার দিকে রাজধানী তিরানার উপকণ্ঠে অবস্থিত দিনে হোক্সা নামের ওই মসজিদে ছুটি হামলার ঘটনায় আহতরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

অটোমান শাসনামলে অলবেনীয়ায় প্রায় ৬০ শতাংশ জনগণ ইসলাম ধর্ম গ্রহণ করেছিল। আলবেনিয়ার স্বাধীনতার পর এটি ইউরোপের একমাত্র ইসলামী রাষ্ট্র হিসাবে আবির্ভূত হয়েছিল।iqna

আলবেনিয়ায় মসজিদে ছুরি হামলা পাঁচ মুসল্লি আহত

আলবেনিয়ায় মসজিদে ছুরি হামলা পাঁচ মুসল্লি আহতআলবেনিয়ায় মসজিদে ছুরি হামলা পাঁচ মুসল্লি আহত

captcha