IQNA

যুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম নারী মেয়র

ইসলামভীতি দূর করতে চান ফারাহ খান

0:03 - April 21, 2021
সংবাদ: 2612652
তেহরান (ইকনা): যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার ইরভিন শহরের প্রথম মুসলিম নারী মেয়র ফারাহ খান। তিনিই প্রথম মুসলিম নারী হিসেবে যুক্তরাষ্ট্রের প্রধান কোনো শহরের মেয়র নির্বাচিত হন। ৩ নভেম্বর ২০২০ ফারাহ খান তিন লাখ মানুষের শহরের মেয়র নির্বাচিত হন।

আনুষ্ঠানিক দায়িত্ব গ্রহণ করেন ৮ ডিসেম্বর। নির্বাচনের প্রচারণা থেকে শুরু করে এখন পর্যন্ত তিনি সমাজে ক্রমবর্ধমান ইসলামবিদ্বেষের বিরুদ্ধে লড়াই করছেন। এর আগে ফারাহ খান ২০১৮ সালে ইরভিন শহরের কাউন্সিলর নির্বাচিত হন। ২০২০ সালে তিনি ১২ জন মেয়র প্রার্থীর মধ্যে সর্বোচ্চ ভোট পেয়ে যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম নারী মুসলিম মেয়র নির্বাচিত হন।

দুই ছেলের মা ফারাহ খানের বিরুদ্ধে শ্বেতাঙ্গ বর্ণবাদীরা উঠেপড়ে লাগে নির্বাচনে অংশ নেওয়ার পর থেকেই। কিন্তু সব অপপ্রচার ব্যর্থ করে তিনি মেয়র নির্বাচিত হন। আজারবাইজান সফরের কারণে ২০২০ সালের নির্বাচনের সময় বিরোধী দলের রাজনীতিকরা তাঁর বিরুদ্ধে কেন্দ্রীয় সরকারের কাছে ধর্মীয় বিদ্বেষের অভিযোগ করেন। অবশ্য পরে তা ধোপে টেকেনি। কারণ তাঁর জন্ম ও বেড়ে ওঠা যুক্তরাষ্ট্রেই।

এখানকার মূলধারার সঙ্গেই তাঁর ওঠাবসা। ২০০৪ সালে সানফ্রানসিসকো থেকে তাঁর পরিবার ক্যালিফোর্নিয়ায় আসে। স্নাতক ও স্নাতকোত্তর পড়াশোনা শেষ করেন ক্যালিফোর্নিয়ায়। ডেইলি সাবাহ

captcha