IQNA

আল-আকসার ইমামের ওপর ইসরাইলের নিষেধাজ্ঞা আরোপ!

0:05 - April 22, 2021
সংবাদ: 2612658
তেহরান (ইকনা): এবার জেরুজালেমের পবিত্র মসজিদ আল-আকসার ইমাম শেখ ইকরিমা সাবরির ওপর চার মাসের নিষেধাজ্ঞা আরোপ করেছে ইসরাইল।

তেহরান (ইকনা): এবার জেরুজালেমের পবিত্র মসজিদ আল-আকসার ইমাম শেখ ইকরিমা সাবরির ওপর চার মাসের নিষেধাজ্ঞা আরোপ করেছে ইসরাইল।ইহুদিবাদী দেশটির গোয়েন্দা বিভাগ দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী এরিয়ে ডেরির স্বাক্ষরিত এই নিষেধাজ্ঞার আদেশের কপি গত সোমবার ইমাম শেখ ইকরিমা সাবরির কাছে পাঠিয়েছে। এখানে উল্লেখ করা হয়েছে যে, আগামী চার মাসে মধ্যে শেখ ইকরিমা সাবরি ফিলিস্তিনের বাইরে সফর করতে পারবেন না।

তবে, কেন ওই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে তা এতে উল্লেখ করা হয়নি। তবে, শেখ ইকরিমা এই আদেশকে ইসরাইলের অন্যায় পদক্ষেপ হিসেবে আখ্যায়িত করেছেন। তিনি দৃঢ়তার সঙ্গে বলেন, জেরুজালেম ফিলিস্তিনিদের, এখানে কোনো কিছু ইসরাইল নিয়ন্ত্রণ করতে পারে না।এ সব করে দখলদাররা আমাদের ঐক্য ও মনোবল ভাঙতে পারবে না।

এর আগে গত ২৬ মার্চ শেখ ইকরিমার ওপর একমাসের নিষেধাজ্ঞা আরোপ করে ইসরাইল।তার মেয়াদ শেষ হওয়ার আগেই নতুন করে আরও চার মাসের নিষেধাজ্ঞা আরোপ করা হলো।

জেরুজালেম ও ফিলিস্তিনের সাবেক গ্র্যান্ড মুফতি ৮২ বছর বয়সী এ ইমামকে বহুবার ইহুদিবাদী ইসরাইলের পুলিশ গ্রেফতার করেছে এবং নিষেধাজ্ঞা আরোপ করেছে, কিন্তু কোনো কিছুই তাকে দমাতে পারেনি। iqna

 

captcha