IQNA

জামকারন মসজিদের গম্বুজ ধৌত এবং পতাকা পরিবর্তনের অনুষ্ঠান

19:02 - May 01, 2021
সংবাদ: 2612708
তেহরান (ইকনা): ইসলামী প্রজাতন্ত্র ইরানের পবিত্র নগরী কোমের জামকারান মসজিদের প্রতিষ্ঠিত বার্ষিকী উপলক্ষে ১৭ রমজানে এই মসজিদের গম্বুজ ধৌত এবং পতাকা পরিবর্তন করা হয়েছে।
জামকারান মসজিদ অতি পবিত্র ও গুরুত্বপূর্ণ একটি মসজিদ যা সরাসরি ইমাম মাহদীর নির্দেশে নির্মিত হয়েছে। আর একারণেই মুসলমানদের কাছে এই মসজিদের গুরুত্ব অত্যধিক।

ইমাম মাহদী(আ.) বলেছেন: সবাইকে বল তারা যেন জামকারান মসজিদে এসে চার রাকাত নামাজ আদায় করে ২ রাকাত মসজিদের সম্মানে আর ২ রাকাত আমার জন্য।

হাসান বিন মুসলেহ বলেন: ইমাম মাহদী(আ.) আমাকে বলেছেন, সবাইকে বল তারা যেন এই মসজিদের সম্মান করে এবং বেশী করে এই মসজিদে আসে এবং ৪ রাকাত নামাজ আদায় করে।

মসজিদের সম্মানে যে দুই রাকাত নামাজ আদায় করতে হবে তার পদ্ধতি হচ্ছে: সূরা হামদের পর ৭ বার কুলহুয়াল্লাহু আহাদ পাঠ করা। এবং কুরু এবং সিজদার যিকির ৭ বার করে বলা।

আর ইমাম মাহদীর জিয়ারতের দুই রাকাত নামাজের পদ্ধতি হচ্ছে: সূরা হামদ শুরু করে ১০০ বার «ایاک نعبد و ایاک نستعین» ইয়য়া কা নায়বুদু ওয়া ইয়য়াকা নাসতাইন পাঠ করবে এরপর সম্পূর্ণ সুরা শেষ করে ১ বার সূরা কুলহুয়াল্লাহু আহাদ পাঠ করবে। এভাবে দুই রাকাত নামাজ শেষ করবে এবং রুকু ও সিজদার যিকির ৭ বার করে বলতে হবে।

নামাজ শেষে (لااله الا الله) লাইলাহা ইল্লাল্লাহ পাঠ করে মা ফাতিমার তসবিহ পাঠ করতে হবে। তারপর সিজদায় গিয়ে ১০০ বার الّلهُمَّ صَلِّ عَلَی مُحَمَّدٍ وَآلِ مُحَمَّدٍ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলি মুহাম্মাদ পাঠ করতে হবে।

 

 

 
 
captcha