IQNA

পবিত্র রমজান মাসের ২৩তম দিনের দোয়া

5:11 - May 06, 2021
সংবাদ: 2612738
তেহরান (ইকনা): ইবনে আব্বাস (রা.) থেকে বর্ণিত: রাসূলুল্লাহ (সা) রমজান মাসে এই দোয়া পড়তেন। ‘আলবালাদুল আমিন’ ও ‘মিসবাহুল কাফআমি’ নামক গ্রন্থে এই দোয়াগুলো রয়েছে।

 

পবিত্র রমজান মাসের ২৩তম দিনের দোয়ার আরবি, বাংলা উচ্চারণ ও অর্থ:

اَللّـهُمَّ اغْسِلْنی فیهِ مِنَ الذُّنُوبِ، وَطَهِّرْنی فیهِ مِنَ الْعُیُوبِ، وَامْتَحِنْ قَلْبی فیهِ بِتَقْوَى الْقُلُوبِ، یا مُقیلَ عَثَراتِ الْمُذْنِبینَ

উচ্চারণ: “আল্লাহুম্মাগ্ব্-সিল্-নী ফি-হি মিনায্ যুনুব, ওয়া ত্বাহ্-হির-নী ফি-হি মিনাল্ উয়ুব, ওয়াম্তাহিন ক্বালবী ফি-হি বিতাক্ব্-ওয়াল্ ক্বুলুব, ইয়া মুক্বিলা আ’সার-তিল মুয্-নিবীন।”

 

অর্থ : হে আল্লাহ ! আমার সকল গুনাহ ধুয়ে মুছে পরিস্কার করে দাও। আমাকে সব দোষ-ত্রুটি থেকে পবিত্র কর। তাকওয়া ও খোদাভীতির মাধ্যমে আমার অন্তরকে সকল পরিক্ষায় উত্তীর্ণ কর। হে অপরাধীদের ভুল-ত্রুটি মার্জনাকারী।


আল্লাহ তাআলা রমজান মাসের রোজা পালন, ইবাদাত-বন্দেগি ও দোয়া ইসতেগফারের মাধ্যমে মুসলিম উম্মাহকে ক্ষমা করে তাঁর আনুগত্যশীল বান্দাদের মধ্যে শামিল হওয়ার তাওফিক দান করুন।

 

পবিত্র রমজান মাসের ২৩তম দিনের দোয়া

সংশ্লিষ্ট খবর
captcha